অতিরিক্ত ডিআইজি পদে পদন্নোতি পেলেন ডিএমপির ডিসি আনিছুর রহমান

প্রকাশিত: ৮:২৯ অপরাহ্ণ, মে ২, ২০২১

রাজাদুল ইসলাম বাবু (স্টাফ রিপোর্টার) : পদোন্নতি পেয়ে অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) হলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আনিছুর রহমান বিপিএম (বার) পিপিএম (বার)। ২ মে রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, ১৯৯০ সালে যশোর বিএফ শাহিন স্কুল অ্যান্ড কলেজ থেকে আনিসুর রহমান মানবিক বিভাগ থেকে এসএসসি পাস করেন। পরে ঢাকা কলেজ থেকে এইচএসসি পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর করেন। ২০তম বিসিএসে উত্তির্ণ হয়ে ২০০১ সালে ৩১ মে বাংলাদেশ পুলিশে যোগদান করেন আনিসুর রহমান।
মো. আনিসুর রহমান পুলিশ সুপার হিসেবে শেরপুর, নোয়াখালী, যশোর, নারায়নগঞ্জ ও উপ-পুলিশ কমিশনার হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশে দায়িত্ব দক্ষতার সাথে পালন করেছেন। তিনি দায়িত্ব নেওয়ার পর অভয়নগরের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনেন। তিনি সংখ্যালঘুদের ওপর হামলাকে কঠোর হস্তে দমন করেন। শেরপুর, নোয়াখালি, নারায়নগঞ্জ ও যশোরের উড়ন্ত ছিনতাই বাহিনীকেও নিয়ন্ত্রণে আনেন তিনি। তার দায়িত্ব পালনকালে ব্যাপক মাদক ও অস্ত্র উদ্ধার হয়েছে। এখন তিনি অতিরিক্ত ডিআইজি হয়ে দেশের অপরাধ দমনে কঠোর ভূমিকা পালন করবেন বলে প্রত্যাশা সবার।
আনিছুর রহমান চাকরিতে কৃতিত্বের অবদান স্বরূপ ২০১২ সালে পিপিএম ও পরের বছর বিপিএম পদক পেয়েছেন।