শ্রীবরদীতে বোর ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন

প্রকাশিত: ৮:৫০ অপরাহ্ণ, মে ৩, ২০২১

শ্রীবরদী প্রতিনিধি : শ্রীবরদীতে বোর ধান চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। ৩ মে সোমবার দুপুরে আনুষ্ঠিকভাবে বোর ধান সংগ্রহের উদ্ভোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও ধান চাল ক্রয় কমিটির সভাপতি নিলুফা আক্তার।
উদ্বোধনকালে উপজেলা চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম বলেন, সরকার কৃষকদের কথা ভেবে কৃষকের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ করছে। এতেগিতা করে কৃষক সঠিক দাম পাচ্ছে। এ সরকার কৃষকের পাশে থেকে কৃষকদের সার্বিক সহযো করে যাচ্ছে। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. আতাউর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা, সোহানা বিলকিস, ওসিএলএসডি মো. বোরহান উদ্দিন, উপজেলা কৃষি অফিসার হুমায়ুন দিলদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান, সহকারী প্রোগ্রামার আশরাফুল ইসলাম প্রমুখ।
সরকার নির্ধারিত মূল্য ২৭ টাকা কেজি মূল্যে ধান ও ৪০ টাকা কেজি মূল্যে চাল সংগ্রহ করা হবে। এ উপজেলায় মোট ২২৯৯ মে.টন ধান ও ১৪১৮ মে.টন চাল সংগ্রহ করা হবে।