সকল প্রস্তুতি সম্পন্ন ॥ রাত পোহালেই নকলা ও নালিতাবাড়ী পৌরসভায় ভোট

প্রকাশিত: ৭:১৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২১

স্টাফ রিপোর্টার ॥ রাত পোহালেই আগামীকাল ৩০ জানুয়ারি শনিবার তৃতীয় ধাপের শেরপুরের নকলা ও নালিতাবাড়ী পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। জেলা নির্বাচন অফিস ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। ২৯ জানুয়ারি শুক্রবার কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো প্রায় শেষ করেছে। তবে ব্যালট পেপার যাবে শনিবার সকালে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করতে চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করেছে জেলা নির্বাচন অফিস। নির্বাচনের দিন ২ প্লাটুন বিজিবি, র‌্যাাব, পুলিশ ও আনসার বাহিনীর পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে বেশ কয়েকজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে।
নকলা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকের হাফিজুর রহমান লিটন, বিএনপির ধানের শীষ প্রতীকের এনামুল হক রিপন, স্বতন্ত্র প্রার্থী নারিকেল গাছ প্রতীকের মিজানুর রহমান মিজান ও জগ প্রতীকের আনোয়ার হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মেয়র ছাড়াও সাধারণ কাউন্সিলর পদে ৩৮জন ও সংরক্ষিত মহিলা আসনে ১৫ জন এ নির্বাচনে অংশ নিচ্ছেন। এ পৌরসভায় ২৭ হাজার ১৫৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তার মধ্যে পুরুষ রয়েছে ১৩ হাজার ৮ জন, নারী ১৪ হাজার ১৫১ জন। আর নালিতাবাড়ী পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকের আবু বক্কর সিদ্দিক বাক্কার ও বিএনপির ধানের শীষ প্রতীকের আনোয়ার হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর সাধারণ কাউন্সিলর পদে ৩৪ জন ও সংরক্ষিত মহিলা আসনে ১১ জন অংশ নিচ্ছেন। এ পৌরসভায় ২২ হাজার ১৩৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তার মধ্যে পুরুষ রয়েছে ১০ হাজার ৬৩১ জন আর নারী ১১ হাজার ৫০২ জন।