ঝিনাইগাতীর ধানশাইল ইউনিয়নে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফ এর নগদ টাকা বিতরণ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:২৩ পূর্বাহ্ণ, মে ১১, ২০২১ হারুন অর রশিদ দুদু : সারাদেশের ন্যায় শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ-উপহার (ভিজিএফ) এর নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ১০ মে সোমবার সকাল ১১টায় উপজেলার ধানশাইল ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আর্থিক সহায়তা বাবদ ওই ইউনিয়নে ১৬৬৮ জনকে ৪৫০ টাকা করে নগদ অর্থ প্রদান কারা হয়। এ সময় ধানশাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম, সচিব সাহিনা বেগম, সংশ্লিষ্ট ট্যাগ অফিসারের প্রতিনিধি, ইউপি সদস্য গণ উপস্থিত থেকে এ নগদ অর্থ বিতরণ করেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিতরণ কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন। এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আব্দুল মান্নান জানান, ঝিনাইগাতী উপজেলার ৭টি ইউনিয়নে ৮২৩৩ জন কে সরকারী ভিজিএফ এর নগদ টাকা প্রদান করা হবে। এরই অংশ হিসেবে আজ ধানশাইল ইউনিয়নে এ অর্থ বিতরণ করা হয়েছে। Related posts:নকলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহতশ্রীবরদীতে শিক্ষার্থীদের রং তুলির ছোঁয়ায় রঙিন হচ্ছে দেয়ালশেরপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত Post Views: ২৩৬ SHARES শেরপুর বিষয়: