শেরপুরে জেলা পুলিশের আনন্দ উৎসব উদযাপন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:৩৫ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২১ স্টাফ রিপোর্টার : ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তি উপলক্ষে আনন্দ উদযাপন উপলক্ষে কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। ৭ মার্চ রবিবার বিকেলে পুলিশের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সদর থানা প্রাঙ্গনে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কেক কাটেন পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী। অনুষ্ঠানে পুলিশ সুপার পত্নী ও জেলা পুনাকের সভাপতি কাজী মোনালিসা মারিয়া, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রশিদ, জেলা সিআইডির সহকারী পুলিশ সুপার শওকত আলম পিপিএম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোখলেছুর রহমান আকন্দ, সাধারণ সম্পাদক এডভোকেট তারিকুল ইসলাম ভাসানী, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, ডিআইও-১ মোহাম্মদ আবুল বাশার, ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভুইয়াসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা, জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে স্থানীয় শিল্পী ও পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশনের শিক্ষার্থীরা নাচ, গান ও আবৃত্তি পরিবেশন করেন। বিপুল সংখ্যক দর্শক অনুষ্ঠানটি উপভোগ করেন। Related posts:শ্রীবরদীতে হারপিক পান করে শিক্ষার্থীর আত্মহত্যাআবারও শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন মেরাজ উদ্দিনঅতিরিক্ত ডিআইজি পদে পদন্নোতি পেলেন ডিএমপির ডিসি আনিছুর রহমান Post Views: ২৯৭ SHARES শেরপুর বিষয়: