শেরপুরে ডিবি পুলিশের পৃথক অভিযানে মাদক ব্যবসায়ী ও সেবনকারীসহ গ্রেফতার-১০ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০১৯ স্টাফ রিপোর্টার ॥ শেরপুর পৌর শহর ও নালিতাবাড়ী উপজেলায় পৃথক অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীসহ ১০ জনকে গ্রেফতার করেছে শেরপুর জেলা গোয়ান্দা পুলিশ (ডিবি)। ১৩ সেপ্টেম্বর শুক্রবার থেকে ১৪ সেপ্টেম্বর শনিবার ভোর রাত পর্যন্ত পৃথক ওই অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেট, ১৫ গ্রাম হেরোইন উদ্ধার করেছে জেলা ডিবি পুলিশ। গ্রেফতারকৃত ব্যবসায়ীরা হলো, নালিতাবাড়ী উপজেলার ছিটপাড়া গ্রামের মৃত হাশেমের ছেলে মোঃ আক্তার হোসেন (২৪), একই উপজেলার আন্দারুপাড়া গ্রামের মৃত বিল্লাল হোসেনের ছেলে শাহজাহান আলী (২৮), আঃ রহিমের ছেলে মোঃ লুৎফর রহমান (২৭), মৃত আলী মোহাম্মদের ছেলে মোঃ ইমান আলী (৩৮), ছিটপাড়া গ্রামের মোঃ সূরুজ্জামান ওরফে নীলার ছেলে মোঃ ইব্রাহিম খলিল উল্যাহ (১৮), মৃত আমীর হোসেনের ছেলে মোঃ রাকিব হাসান (২৫)। এছাড়াও মাদক সেবককারীরা হলো, জামালপুর জেলার বানিয়া বাজার এলাকার মৃত আঃ কাদেরের ছেলে আঃ সালাম (৩৫), মৃত আঃ মজিদের ছেলে মোঃ মিজানুর রহমান (২৯), শেরপুর পৌরসভার মীরগঞ্জ মহল্লার মৃত আঃ মোতালেবের ছেলে লিটন মিয়া (৫০), শহরের অষ্টমীতলা মহল্লার মৃত আক্কাছ আলীর ছেলে আঃ হালিম (৩৮)। জেলা গোয়েন্দা ডিবির (ওসি) মোঃ মোখলেছুর রহমানের নেতৃত্বে ডিবির উপ-পরিদর্শক (এসআই) নুরুল হুদা সঙ্গীয় ফোর্সসহ ১৩ সেপ্টেম্বর শুক্রবার রাত ১১টার দিকে শেরপুর শহরের পৌর ট্রাকটামির্নাল এলাকায় মদ্যপান করা অবস্থায় আঃ সালাম, মোঃ মিজানুর রহমান, লিটন মিয়া, আঃ হালিমকেসহ চার মাদক সেবনকারীকে গ্রেফতার করা হয়। এদিকে নালিতাবাড়ী উপজেলার ছিটপাড়া গ্রামে ১৪ সেপ্টেম্বর শনিবার মধ্যরাতে ডিবির উপ-পরিদর্শক (এসআই) সাইদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ইব্রাহিম খলিলউল্যাহ নামে এক মাদক ব্যবসায়ীকে ৬ গ্রাম হেরোইনসহ এবং রাকিব হাসান নামে আরেক মাদক ব্যবসায়ীকে ২ হেরোইনসহ আটক করা হয়। অপরদিকে একই উপজেলার ছিটপাড়া গ্রামে শনিবার মধ্যরাত (১.৩০) মিনিটের সময় অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আক্তার হোসেন নামে মাদক ব্যবসায়ীকে আটক করে। এছাড়াও ডিবির ওই দল নালিতাবাড়ী উপজেলার আন্দারুপাড়া অভিযান চালিয়ে শাহজাহান আলীকে ৫ গ্রাম হেরোইন, লুৎফর রহমানকে ৬ গ্রাম হেরোইন ও ইমান আলীকে ১ গ্রাম হেরোইনসহ আটক করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের বিরুদ্ধে শেরপুর সদর থানায় ও নালিতাবাড়ী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে এবং মাদক সেবনের দায়ে পৃথক পৃথক মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ডিবির ওসি মোঃ মোখলেছুর রহমান। Related posts:বকশীগঞ্জে ফাঁসিতে ঝুলে যুবকের আত্মহত্যাযার ঘরে রিলিফের মাল পাওয়া যাবে তাকেই আইনের আওতায় আনা হবে ॥ মির্জা আজম এমপিশেরপুরে বিভেদ ভুলে ঐক্যের পথে আওয়ামী লীগ Post Views: ২২৪ SHARES সারা বাংলা বিষয়: