শেরপুর পৌরবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন শ্রমিক নেতা মোঃ আরিফ রেজা

প্রকাশিত: ১২:২১ অপরাহ্ণ, মে ১৩, ২০২১

স্টার রিপোর্টার ॥ শেরপুর জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক, জেলা ট্রাক মিনিট্রাক ট্যাংকলড়ী-কভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি, জেলা বেসিক ট্রেড ইউনিয়ন শ্রমিক ফেডারেশনের সভাপতি, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, জেলার অন্যতম শ্রমিক নেতা মোঃ আরিফ রেজা এক বার্তায় শেরপুরের সকল মেহনতী-শ্রমিক ভাই, বোন, সকল শ্রেণি পেশার মানুষসহ পৌরবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
শুভেচ্ছা বার্তায় আরিফ রেজা বলেন, ‘আসসালামু আলাইকুম, মোঃ আরিফ রেজা, বছর ঘুরে আবার পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে এসেছে। আমি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আপনাকে এবং আপনার পরিবারের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি।’ তিনি আশা প্রকাশ করেন, করোনাভাইরাস মহামারির সব অন্ধকার কাটিয়ে ঈদুল ফিতর সবার মাঝে আনন্দ বয়ে আনবে। করোনাভাইরাসের বিস্তার বন্ধে স্বাস্থ্য নির্দেশিকাগুলো যথাযথভাবে অনুসরণ করার জন্য সবাইকে অনুরোধ জানিয়ে সবার উদ্দেশে বলেন, স্বাস্থ্যবিধি মেনে ঈদের আনন্দ ভোগ করুন ‘ভালো থাকুন এবং সুরক্ষিত থাকুন, ঈদ মোবারক।’