মাদক বেচার প্রতিবাদ করায় শেরপুর পৌরসভার নারী প্যানেল মেয়রকে পেটানোর অভিযোগ, আটক ১ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২২ মাদক বিক্রির প্রতিবাদ করায় শেরপুর পৌরসভার ৭,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর ও প্যানেল মেয়র নাজমা বেগমকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। আহত ওই কাউন্সিলরকে উদ্ধার করে শেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে ভর্তি করেছেন স্থানীয়রা। ১১ নভেম্বর শুক্রবার সকালে পৌর শহরের দিঘারপাড় মহল্লায় ওই হামলার ঘটনা ঘটে। এদিকে এ ঘটনায় শহিদুল নামে একজনকে আটক করেছে পুলিশ। ভুক্তভোগী প্যানেল মেয়র ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে শেরপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের দিঘারপাড় এলাকায় টিপু মিয়ার ছেলে রফিজুল ও শহিদুলসহ তার পরিবার ইয়াবাসহ মাদক বিক্রি করে আসছে। অবাধে মাদক বিক্রি বন্ধের জন্য প্যানেল মেয়র নাজমা বেগম পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনকে জানালে, মেয়র এ ব্যাপারে ব্যাবস্থা নিতে শেরপুরের পুলিশ সুপারকে অনুরোধ করেন। পরে বৃহস্পতিবার রাতেই পুলিশ ওই এলাকায় তদন্ত করতে যায়। এতে রফিজুল, শহিদুলসহ তার পরিবারের সবাই ক্ষুব্ধ হয়ে ওঠে। শুক্রবার সকালে তারা মবাই মিলে প্যানেল মেয়র নাজমা বেগমের বাড়িতে গিয়ে তার ওপর হামলা চালিয়ে পিটিয়ে আহত করে। পরে নাজমা বেগমকে আহত অবস্থায় উদ্ধার করে শেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পৌর প্যানেল মেয়র মোছা. নাজমা বেগম জানান, আমাদের বাড়ির সাথেই টিপু মিয়ার ছেলে রফিজুল, শহিদুলসহ তার পরিবারের সবাই ইয়াবার ব্যবসা করে। এতে আমি বাঁধা দিলে তারা সবাই মিলে আমাকে পিটিয়ে আহত করে। এতেই তারা ক্ষান্ত হয়নি, এখনও আমাকে হুমকি দিচ্ছে তারা। এদিকে নারী কাউন্সিলরের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন জানান, ওই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়া আগামী রোববার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করা হবে। এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, তারা পরস্পর আত্মীয়। এ ঘটনায় ইতিমধ্যে একজনকে আটক করা হয়েছে। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে আটক শহিদুল জানিয়েছে, মাদক নয়, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে তাদের মধ্যে ধাক্কাধাক্কি হয়েছে। Related posts:ঝিনাইগাতীতে জাতীয় সংবিধান দিবসে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিতধোবাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে শেরপুরের ঔষধ ব্যবসায়ী নিহতঝিনাইগাতীতে ভর্তুকিতে ধান কাটার কম্বাইন হারভেস্টার মেশিন পেল কৃষক Post Views: ১৫৭ SHARES শেরপুর বিষয়: