শেরপুরে ইজিবাইক চার্জ দিতে গিয়ে প্রাণ গেল চালকের অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:৫৬ পূর্বাহ্ণ, মে ১৮, ২০২১ বিশেষ প্রতিনিধি : শেরপুরে ইজিবাইক চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে সাইফুল ইসলাম (২৮) নামে এক চালকের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ মে) সকালে উপজেলার চরমোচারিয়া মাঝপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সাইফুল ইসলাম ওই গ্রামের দুলাল মিয়ার ছেলে। পুলিশ জানায়, সাইফুল ইসলাম প্রতিদিনের ন্যায় যাত্রী পরিবহন শেষে রোববার রাতে ব্যাটারি চালিত অটোরিকশা চার্জ দিতে বিদ্যুৎ সংযোগ দেন। পরদিন সোমবার সকালে ব্যাটারি চার্জ হওয়ার পর বিদ্যুৎ সংযোগ খুলতে গিয়ে বিদ্যুতায়িত হন। পরে স্থানীয়রা তাকে শেরপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। Related posts:হয়রানীমূলক মামলায় শেরপুরে সাংবাদিককে গ্রেফতারের প্রতিবাদে সংবাদ সম্মেলনশ্রীবরদীতে র্যাবের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ২অনিয়মের তথ্য চাওয়ায় সাংবাদিকের গলা চেপে ধরলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক Post Views: ১৮৮ SHARES শেরপুর বিষয়: