ডিএমপি’র যুগ্ম কমিশনার (ক্রাইম) হিসেবে যোগদান করলেন আনিসুর রহমান বিপিএম (বার) পিপিএম (বার) অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:৫৪ অপরাহ্ণ, মে ২৪, ২০২১ রাজাদুল ইসলাম বাবু (স্টাফ রিপোর্টার) ॥ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (ক্রাইম) হিসেবে যোগদান করলেন মোঃ আনিসুর রহমান বিপিএম (বার) পিপিএম (বার)। ২৩ মে রবিবার ডিএমপির যুগ্ম কমিশনারের দপ্তরে এক অনুষ্ঠানে বিদায়ী যুগ্ম কমিশনার (ক্রাইম) শাহ্ মোঃ আবিদ হোসেনকে বিদায় জানানো হয়। তাকে ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। যোগদানকৃত যুগ্ম কমিশনার (ক্রাইম) মোঃ আনিসুর রহমান বিপিএম (বার) পিপিএম (বার) কে শুভেচ্ছা ও স্বাগতম জানান ডিএমপির কর্মকর্তাগণ। আনিসুর রহমান পুলিশ সুপার হিসেবে শেরপুর, নোয়াখালী, যশোর, নারায়নগঞ্জ ও উপ-পুলিশ কমিশনার (ডিসি) তেজগাঁও বিভাগ এবং ডিসি (সদর দপ্তর) হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। এখন তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার (ক্রাইম) হিসেবে দায়িত্ব পালন করবেন। Related posts:ডিজিটাল নিরাপত্তা বিষয়ক অনলাইন কোর্স চালুরোহিঙ্গাদের সফল প্রত্যাবাসনে ইইউ’র সমর্থন কামনা প্রধানমন্ত্রীরবিপদসীমার কাছাকাছি পদ্মার পানি, প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল Post Views: ৪৩৬ SHARES জাতীয় বিষয়: