শেরপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

প্রকাশিত: ১০:৩৯ পূর্বাহ্ণ, মে ৩১, ২০২১

স্টাফ রিপোটার : বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, শেরপুর জেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। ২৯ মে শনিবার বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের দপ্তর সম্পাদক আজিজুর হক আজিজ সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এক সিদ্ধান্ত মোতাবেক ২০০৩ সালে গঠিত হওয়া আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ শেরপুর জেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু এই নির্দেশনা প্রদান করেন।
সেই সাথে শেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান ও গতিশীল করতে শীঘ্রই নতুন কমিটি গঠন করা হবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে। একই সভায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের মানিকগঞ্জ, পিরোজপুর, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর জেলা কমিটিও বিলুপ্ত ঘোষণা করা হয়।