শ্রীবরদীতে স্বরাষ্ট্রমন্ত্রীর কথিত বেওয়াই গ্রেফতার

প্রকাশিত: ১০:৪৪ পূর্বাহ্ণ, মে ৩১, ২০২১

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : শ্রীবরদীতে স্বরাষ্ট্রমন্ত্রীর কথিত বেওয়াইকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ২৯ মে শনিবার বিকালে তাকে এলাকাবাসী আটক করে থানায় সংবাদ দিলে পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে আসে। স্বরাষ্ট্রমন্ত্রীর কথিত বেওয়াই উপজেলার চৈতাজানি গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে সাইদুল ইসলাম ওরফে বুলবুল (৪২)।
এলাকাবাসী ও মামলা সূত্রে জানা গেছে, সাইদুল ইসলাম ওরফে বুলবুলের ছেলে রাসেল (২৪) এলাকায় স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়ের জামাই নাজমুলের ঘনিষ্ঠ বন্ধু বলে এলাকায় পরিচয় দেয়। সেই সুবাদে বুলবুল স্বরাষ্ট্রমন্ত্রীর বেওয়াই পরিচয় দেয়। তারা এলাকায় স্বরাষ্ট্রমন্ত্রীর আসবে বলে মানুষকে জানায়। এলাকার লোকজনদের অনুদান নিয়ে দিবে বলে জাতীয় পরিচয় পত্রের ফটোকপি নিয়ে তালিকা প্রস্তুত করে। চাকুরী নিয়ে দিবে বলে মানুষকে প্রলোভন দেখায়। তারা শেরপুর সদর থানার চরশেরপুর নিচপাড়া গ্রামের মৃত মনোয়ার হোসাইন ওরফে মিস্টার মিয়ার ছেলে জোবাইদুল ইসলাম ওরফে বাবুর কাছ থেকে বিজিবি’র চাকুরী নিয়ে দিবে বলে ৫ লক্ষ ১০ হাজার টাকা নেয়। তাদের কর্মকান্ডে এলাকাবাসীর সন্দেহ হলে এলাকাবাসী বিভিন্ন জায়গায় খোজখবর নিয়ে তাদের স্বরাষ্ট্রমন্ত্রী ও মেয়ের জামাইয়ের সাথে ভূয়া পরিচয় সম্পর্কে নিশ্চিত হয়ে চাকুরীর টাকা ফেরত চাইলে রাসেল সহ তার সহযোগিরা কৌশলে পালিয়ে যায়। এ সময় এলাকাবাসী বুলবুলকে আটক করে থানায় সংবাদ দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে বুলবুলকে আটক করে।
এ ঘটনায় জোবাইদুল ইসলাম ওরফে বাবু’ রাসেলকে প্রধান আসামীকে করে তিন জনের নাম উল্লেখ ও ২/৩জনকে অজ্ঞাতনামা আসামী করে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করেছে।
শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস বলেন, এ ঘটনায় এজাহার নামীয় আসামী সাইদুল ইসলাম ওরফে বুলবুলকে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। দ্রুত বাকী আসামীদের গ্রেফতার করা হবে।