শ্রীবরদীতে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:৫৮ পূর্বাহ্ণ, মে ৩১, ২০২১ শ্রীবরদী(শেরপুর) প্রতিনিধি : শ্রীবরদীতে উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (অনুর্ধ্ব ১৭) এর ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে রাণীশিমূল ইউনিয়ন পরিষদ। ৩০ মে রবিবার বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে শ্রীবরদী সরকারি কলেজ মাঠে ওই খেলা অনুষ্ঠিত হয়। ২৬ মে থেকে নকআউট পদ্ধিতে এ খেলার আয়োজন করেন উপজেলা প্রশাসন। খেলায় ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভা অংশ গ্রহণ করে। কুড়িকাহনিয়া ইউনিয়ন পরিষদ ও রাণীশিমূল ইউনিয়ন পরিষদ ফাইনাল খেলায় অংশ নেয়। ফাইনাল খেলার উদ্ভোধনী করেন উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার। রাণীশিমূল ইউনিয়ন পরিষদ ২-১ গোলে কুড়িকাহনিয়ান ইউনিয়ন পরিষদকে হারিয়ে বিজয়ী হয়। খেলা শেষে রাণীশিমূল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রানীশিমুল ইউনিয়ন পরিষদের দল নেতা মাসুদ রানাসহ অন্যান্যদের মধ্যে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন সহকারী কমিশনার (ভূমি) মো. আতাউর রহমান। খেলায় সেরা গোলদাতা গড়জরিপা ইউনিয়নের খেলোয়ার শাহিনুর রহমান শাহিন ও সেরা খেলোয়ার কুড়িকাহনিয়া ইউনিয়নের জোনাইদ হোসেন জিন্নাতকে নির্বাচিত করা হয়। ওই সময় তাদের হাতে পুরস্কার তুলে দেন সহকারী কমিশনার ভূমি। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ (তদন্ত) ইসকান্দার হাবিবুর রহমান, বীরমুক্তিদ্ধো আব্দুল্লাহ ছালেহ, আমিনুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার, জিয়াউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, জিয়াউল হক, উপজেলা একামেডিক সুপার ভাইজার মোশারফ হোসেন, কুড়িকাহনিয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরে আলম, উপজেলা যুবলীগের সাবেক সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ। Related posts:নালিতাবাড়ীতে ছাত্রলীগের বৃক্ষরোপন কর্মসূচীশেরপুরে কিশোরী অপহরণ ও ধর্ষণ মামলায় ৪৪ বছরের কারাদণ্ডঝিনাইগাতীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ Post Views: ৩১৫ SHARES শেরপুর বিষয়: