অসুস্থ্য আমির আলী চেয়ারম্যানকে দেখতে গেলেন সাবেক এমপি শ্যামলী অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:০০ অপরাহ্ণ, মে ৩১, ২০২১ নিজস্ব প্রতিবেদক : শেরপুর জেলার সদর উপজেলার ৩নং বাজিতখিলা ইউনিয়নের চেয়ারম্যান শেরপুর থানা আওয়ামীলীগের সভাপতি অসুস্থ্য আমির আলী সরকার চেয়ারম্যান কে দেখতে যান সাবেক এমপি শ্যামলী। রোববার দুপুরে বাজিতখিলা ইউনিয়নের প্রতাবিয়া গ্রামে তার নিজ বাড়িতে অসুস্থ্য চেয়ারম্যানের খুজখবর নেন সাবেক এই এমপি। তিনি তার পাশে কিছুক্ষন সময় ধরে তার শারীরিক ও মানসিক খুজখবর নেন। এসময় ঐ ইউনিয়নের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক, ১নং প্যানেল চেয়ারম্যান আব্দুল হালিম, ইউপি সদস্য লাল মিয়া, এমপির সফর সঙ্গী হিসাবে কৃষকলীগ নেতা মাহবুবুর রহমান লিটন, যুব মহিলালীগ নেত্রী মাহবুবা রহমান শিমু, লাভলী আক্তার, লাখি আক্তার সহ ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্য সদস্যাগণ এবং এলাকার গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অল্প সময়ে চেয়ারম্যানের সাথে নিজেদের কুশলাদী বিনিময় করেন এমপি শ্যামলী এবং অসুস্থ্য আমির আলী চেয়ারম্যানের দ্রুত সুস্থ্যতা কামনা করেন। উল্লেখ্য যে, বাজিতখিলা ইউনিয়নের চেয়ারম্যান আমির আলী সরকার দীর্ঘদিন যাবৎ অসুস্থ্য হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আল্লাহর অশেষ রহমতে তিনি মোটামুটি সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। আগামী দুই এক মাসের মধ্যেই তিনি চিকিৎসার জন্য সিংগাপুর যাবেন। এর আলোকে শেরপুরবাসীর কাছে তিনি দোয়া চেয়েছেন। Related posts:নকলায় ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালিশেরপুরে এম এ পাবলিক স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাশেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু Post Views: ৩৭৭ SHARES শেরপুর বিষয়: