শেরপুরে জেলা ট্রাক চালক শ্রমিক ইউনিয়নের বিশেষ জরুরি সভা অনুষ্ঠিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১:২১ অপরাহ্ণ, জুন ১, ২০২১ স্টাফ রিপোর্টার ॥ করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে শেরপুর জেলা ট্রাক মিনিট্রাক ড্রামট্রাক ট্যাংকলড়ী-কভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং ৩২৭৭) এক বিশেষ জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ মে শুক্রবার বিকেলে সংগঠনের শহরের গোপালবাড়ীস্থ প্রধান কার্যালয়ে সংগঠনের সাবেক, বর্তমান ও জেলার সকল উপ-কমিটির নেতৃবৃন্দদের নিয়ে ওই বিশেষ জরুরি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপত্বি করেন সংগঠনের সভাপতি ও জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোঃ আরিফ রেজা। সভাপতির বক্তব্যে মোঃ আরিফ রেজা বলেন, করোনা মহামারী এসময়ে মৃত্যু ঝুকি নিয়ে দেশের বিভিন্ন জেলায় পণ্য পরিবহণ করা যাচ্ছে ট্রাক চালক শ্রমিকরা। দেশের এ সংকটকালে আমরা ট্রাক চালক শ্রমিকরাও অর্থনীতি ব্যাপক ভুমিকা পালন করছি। তিনি বলেন, কিছু কুচক্রী মহল দেশের এই উন্নয়ন যাত্রাকে প্রশ্নবিদ্ধ করতে চায় এমন কিছু লোক আমাদের সংগঠনের ক্ষতি করতে প্রতিনিয়ত চেস্টা চালিয়ে যাচ্ছে। সংগঠন এবং সাধারণ শ্রমিকদের স্বার্থে আমি শেরপুর জেলায় (৩২৭৭) এর সকল উপ-কমিটির নেতৃবৃন্দদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানাই। আপনারা কেউ কারও গুজবে কান দিবেন না। আপনাদের ঐক্যবদ্ধ নেতৃত্বের ধারাবাহিকতা আমাদের আরো এগিয়ে নিয়ে যাবে। তিনি আরও বলেন, ৩২৭৭ এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দদের দিক-নির্দেশনা অনুযায়ী সকল উপ-কমিটি পরিচালনার জন্য নেতৃবৃন্দদের নির্দেশ দেন। অনুষ্ঠানে জেলা ট্রাক মিনিট্রাক ড্রামট্রাক ট্যাংকলড়ী-কভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি শ্রী মলিন্দ্র চন্দ্র বিশ্বাস, কার্যকরি সহ-সভাপতি ফারুক আহম্মেদ, সহ-সভাপতি মোঃ বাদশা মিয়া, সাধারণ সম্পাদক মোঃ হোসেন আলী, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, সহ-সাধারণ সম্পাদক মোঃ হাশেম আলী, সাংগঠনিক সম্পাদক নবী হোসেন বিল্লাল, কোষাধ্যক্ষ জাহিদুল ইসলাম পলাশ, সাবেক কোষাধ্যক্ষ আঃ আজিজ, প্রচার সম্পাদক আবুল কালাম সরকার, কার্যকরি সদস্য ফারুক মিয়া, সকল উপ-কমিটির সভাপতি-সম্পাদকসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ট্রাক মিনিট্রাক ড্রামট্রাক ট্যাংকলড়ী-কভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক আঃ হামিদ। পবিত্র কোরআন তালাওয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয় এবং প্রয়াত নেতৃবৃন্দ ও বিভিন্ন দুর্ঘটনায় মৃত্যুবরণকারী শ্রমিকদের স্বরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। Related posts:নালিতাবাড়ীতে ভোগাই ও চেল্লাখালী নদীর বালুমহাল ইজারা বাতিলের দাবিতে মানববন্ধনআদরজান ফাউন্ডেশনের উদ্যোগে এবার শীতলপুর মহল্লায় কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণশেরপুরে মুরগী ও ডিমের বাজারে টাস্কফোর্সের অভিযানে ২ ব্যবসায়ীকে জরিমানা Post Views: ৩৪৮ SHARES শেরপুর বিষয়: