ঝিনাইগাতীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

প্রকাশিত: ৪:৪৯ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০২১

হারুন অর রশিদ দুদু : শেরপুরের ঝিনাইগাতীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। ২৬ মার্চ শুক্রবার উপজেলা পরিষদ চত্ত¡রে প্রত্যুষে একত্রিশবার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা করা হয়।
সূর্যোদয়ের সাথে সাথে স্মৃতি ফলকে পুস্পস্তবক অর্পণ ও সকল সরকারি-বেসরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, ব্যক্তি মালিকানাধীন ভবন ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়, সকাল ৮টায় জাতীয় সংগীত পরিবেশন করা হয় ও আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আনসার-ভিডিপি, স্কাউটস, গার্ল গাইডস সমন্বয়ে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন যথাক্রমে, শেরপুর-৩ (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আলহাজ্ব একেএম ফজলুল হক চাঁন, উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুবেল মাহমুদ, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান।
সকাল ৯টায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুবেল মাহমুদের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর-৩ (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আলহাজ্ব একেএম ফজলুল হক চাঁন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম। এসময় আরো বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আাবেদীন, ওসি মোহাম্মদ ফায়েজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, মুক্তিযোদ্ধা সংসদের ডিপুটি কমান্ডার সামছুল আলম, মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আহবায়ক সাইফুল ইসলাম প্রমুখ। এছাড়াও প্রাথমিক ও মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের মাঝে চিত্রাংকন প্রতিযোগিতা, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের জন্য প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী, হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাদ্য সরবরাহ, জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি এবং মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে সকল মসজিদে বিশেষ মোনাজাত এবং মন্দির, গীর্জা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা। বিকাল ৫টায় স্বাস্থ্যবিধি অনুসরণ করে উপজেলা পরিষদ চত্ত¡রে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিনব্যাপী অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিরুজ্জামান লেবু, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, মহিলা আওয়ামীলীগ নেত্রী আয়শা সিদ্দিকা রুপালী, উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।