মুজিববর্ষে প্রধানমন্ত্রীর ঘর উপহার পেল নকলার ৪২ ভুমিহীন পরিবার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:২৭ অপরাহ্ণ, জুন ২০, ২০২১ নকলা (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নকলায় মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার দেওয়া ঘর উপহার পেয়েছে ৪২ ভুমিহীন পরিবার। ২০ জুন রবিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই ঘর প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর প্রদান কার্যক্রমের ২য় পর্যায়ে সারাদেশে নির্মিত মোট ৫৩ হাজার ৩ শ’ ৪০টি আধাপাকা ঘরের মধ্যে নকলায় ৪২টি ভুমিহীন পরিবার পেয়েছে ৪২টি ঘর। এর মধ্যে টালকি ইউনিয়নে ৬টি এবং চন্দ্রকোনা ইউনিয়নে রয়েছে ৩৬টি ঘর। ঘরগুলোতে বারান্দাসহ দুটো বেডরুম, রান্নাঘর, টয়লেট ও আধুনিক বিদ্যুতের সুযোগ সুবিধার ব্যবস্থা করা হয়েছে। ঘরের চাবিসহ সুবিধাভোগীদের কাছে হস্তান্তর করা হয়েছে কবুলিয়ত দলিল, নামজারি খতিয়ান,ডিসিআরের কপি এবং ঘর প্রদানের সনদ সমন্বয়ে সজ্জিত ফোল্ডার। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমানের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, সহকারী কমিশনার (ভুমি) কাউছার আহাম্মেদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রমুখ। ওইসময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আব্দুল আহাদ, উপজেলা প্রকৌশলী আরেফিন পারভেজ, উপজেলা খাদ্য কর্মকর্তা লুৎফর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মকবুল হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রোমানা ইয়াসমিন, চর অষ্টধর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী, উরফা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজাউল হক হীরা, গণপদ্দী ডিজিটাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামছুর রহমান আবুল, টালকি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বদরুজ্জামান, চন্দ্রকোনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাজু সাঈদ সিদ্দিকী, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রশিদ সরকার, উপজেলা কৃষকলীগের আহ্বায়ক আলমগীর আজাদ, যুবলীগের আহ্বায়ক রফিকুল ইসলাম সোহেল, যুগ্ম আহ্বায়ক এফ এম কামরুল আলম রন্ঞ্জুসহ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সুবিধাভোগী পরিবারের সদস্য ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। Related posts:শেরপুরে ৬ দফা দাবি বাস্তবায়নে ৭ সেপ্টেম্বর থেকে ৪৮ ঘন্টার কর্ম বিরতির ঘোষণা শ্রমিক ফেডারেশনেরশ্রীবরদীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বাড়িতে হামলা-ভাংচুর ও লুটপাটের অভিযোগশেরপুরে এবার প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী পেলো দুই শতাধিক পরিবহন শ্রমিক Post Views: ১৭২ SHARES শেরপুর বিষয়: