নকলায় এক গাভীর ৪ বাছুরের জন্ম অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:১৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২৩ শেরপুরের নকলা উপজেলাধীন বারমাইশা পূর্ব পাড়া এলাকার কৃষক শফিকুল ইসলামের গাভী একসাথে ৪ টি বকনা বাছুর জন্ম দিয়েছে। ২৭ ফেব্রুয়ারি সোমবার সকালে বাছুর জন্ম দেওয়ার পর পরই ঐ কৃষকের বাড়িতে সদ্য জন্ম নেওয়া বাছুর দেখতে ভিড় জমে উঠেছে। সরেজমিনে গিয়ে বারমাইশা গ্রামের মৃত শামসুল হকের ছেলে মোঃ শফিকুল ইসলামের সাথে কথা বলে জানা যায, তিনি গত ১ বছর আগে একটি ফ্রিজিয়ান শংকর জাতের গাভি ৯৭ হাজার টাকা দিয়ে ক্রয় করে লালন পালন শুরু করেন এরপর স্থানীয় পশু চিকিৎসকের পরামর্শে গাভিটি কৃত্রিম প্রজনন ভাবে বীজ ভরেন। অতপঃর আজ সকালে দরপট এলাকার পশু চিকিৎসক আঃ লতিফের চিকিৎসায় একে একে ৪ টি বকনা বাছুরের জন্ম হয়। গাভী সহ সবগুলো বাছুর এখন পর্যন্ত সুস্থ আছে। এ বিষয়ে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ইসহাক আলী জানান, একসাথে ৪ টি বাছুরের জন্ম সত্যিই আল্লাহর রহমত। সবগুলো বাচ্চার সুস্থতার লক্ষ্যে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। Related posts:নকলায় বিএনপির ৭ নেতা-কর্মী গ্রেফতারশেরপুরে বাসচাপায় ৬ জন নিহতের ঘটনায় বাসচালক গ্রেফতারঝিনাইগাতীতে আদিবাসীদের মাঝে নগদ অর্থ বিতরণ Post Views: ৬১ SHARES শেরপুর বিষয়: