মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে যুবকের আত্মহত্যা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৭:১৩ অপরাহ্ণ, জুন ২৩, ২০২১ মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ফাঁসিতে ঝুলে আইনুল প্রমাণিক (৩৭) নামে এক যুবক আত্মহত্যা করেছে। ২২ জুন মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের হিদাগাড়ী গ্রামে এ আত্মহত্যার ঘটনা ঘটে। জানা গেছে, আইনুল প্রমাণিক চরপাকেরদহ ইউনিয়নের হিদাগাড়ী গ্রামের মৃত সোহরাব প্রমাণিকের ছেলে। পারিবারিক কলহের জেরে আইনুল প্রমাণিক আত্মহত্যা করেছেন বলে ধারণা করছেন স্থানীয়রা। এর আগেও আইনুল প্রমাণিক দুইবার বিষ খেয়ে আহত্মহত্যার চেষ্ঠা করেন। সর্বশেষ গত মঙ্গলবার সন্ধ্যায় আইনুল প্রামাণিক তার বাড়ী সামনে পাট ক্ষেতের পাশে একটি কদম গাছে ডালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেন। মাদারগঞ্জ মডেল থানা পুলিশ মঙ্গলবার রাতে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। Related posts:কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন গোলাম মোর্শেদ তালুকদারফুলপুরে পুলিশের বৃক্ষরোপণ ও সচেতনতামূলক সভাবরিশালে গাছের সঙ্গে বাসের ধাক্কায় নিহত ১০ Post Views: ১২৯ SHARES সারা বাংলা বিষয়: