দেশে করোনায় আরও ৭৭ মৃত্যু

প্রকাশিত: ৭:২২ অপরাহ্ণ, জুন ২৬, ২০২১

অনলাইন ডেস্ক : সপ্তাহের ব্যবধানে দেশে মৃত্যু ও শনাক্ত বেড়েছে প্রায় ৫০ শতাংশ। একই সঙ্গে করোনা পরীক্ষা ও সুস্থতার সূচকও ঊর্ধ্বমুখী।
চলতি বছরের ২৪তম এপিডেমিওলজিক্যাল সপ্তাহের (১৩ থেকে ১৯ জুন) তুলনায় ২৫তম সপ্তাহের (২০ থেকে ২৬ জুন) তথ্যে এ চিত্র উঠে এসেছে।
গত এক সপ্তাহে নমুনা পরীক্ষা ১৮ দশমিক ৬০ শতাংশ হয়েছে। আর শনাক্ত দাঁড়িয়েছে ৪৯ দশমিক ১৫ শতাংশ, মৃত্যু ৪৮ দশমিক ৬১ শতাংশ বেড়েছে। এদিকে সুস্থ হয়েছে ২৮ দশমিক ৪৫ শতাংশ।
শনিবার (২৬ জুন) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
২৪তম এপিডেমিওলজিক্যাল সপ্তাহে দেখা গেছে, এক লাখ ৪৯ হাজার ১৪০টি নমুনা পরীক্ষা করে ২৩ হাজার ৫৪১ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়। একই সময়ে ১৬ হাজার ১২২ জন সুস্থ এবং ৩৯৫ জনের মৃত্যু হয়।
এদিকে, ২৫তম এপিডেমিওলজিক্যাল সপ্তাহে এক লাখ ৭৬ হাজার ৮৭৮টি নমুনা পরীক্ষা করে ৩৫ হাজার ১১১ জন নতুন করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়। একই সময়ে ২০ হাজার ৭০৮ জন সুস্থ এবং ৫৮৭ জনের মৃত্যু হয়।
এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ৭৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪ হাজার ৫৩ জনে।
একই সময়ে ১৯ হাজার ২৬২ জনের নমুনা পরীক্ষায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ৪ হাজার ৩৩৪ জন। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল আট লাখ ৮৩ হাজার ১৩৮ জনে।