২ বছরে একটি ম্যাচেও হারেনি মেসির আর্জেন্টিনা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৫৮ অপরাহ্ণ, জুন ২৭, ২০২১ অনলাইন ডেস্ক : কোপা আমেরিকার চলতি আসরে দারুণ ফর্মে রয়েছে আর্জেন্টিনা। ইতোমধ্যে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলেছে মেসিরা। এবারের আসরের প্রথম ম্যাচে ড্র করলেও পরের দুইটি ম্যাচে জয় নিয়ে মাঠ ছেড়েছে দলটি। গত দুই বছর ধরে আর্জেন্টিনার এই দুর্দান্ত ফর্ম চলছে। কারণ গত দুই বছরে একটি ম্যাচেও হারেনি লিওনেল মেসিরা। ২০১৯ সালের ৩ জুলাই কোপা আমেরিকার সেমিফাইনালে ব্রাজিলের বিপক্ষে বির্তকিত হারটিই আর্জেন্টিনার সর্বশেষ পরাজয়। ওই হারের পর থেকে অপরাজিত রয়েছে আর্জেন্টিনা। ১৬ ম্যাচ খেলে তারা জিতেছে ৯ টি ম্যাচে, ড্র হয়েছে বাকি ৭টি ম্যাচ। এই সময়ে তারা হারিয়েছে ব্রাজিলকেও। ব্রাজিলকে হারানোর পাশাপাশি হারিয়েছে উরুগুয়ের মতো দলকেও। খেলেছে জার্মানির বিপক্ষেও। তবু অপরাজিত মেসিরা। চলতি আসরের কোপা আমেরিকায় সামনের ম্যাচে বলিভিয়াকে হারিয়ে জয়ের সংখ্যাটা বাড়ানোর সুযোগ রয়েছে আর্জেন্টিনার সামনে। Related posts:‘মাশরাফি নিজেকে দেশের ক্রিকেটের চেয়ে বড় মনে করলে তাকে বাদ দেওয়া উচিত’বড় হারে সিরিজ শুরু বাংলাদেশেরসালাহর দিকে ঝুঁকেছে বার্সেলোনা! Post Views: ২২৯ SHARES খেলাধুলা বিষয়: