শেরপুরে সাংবাদিক মনির বাবা অবসরপ্রাপ্ত অধ্যাপক মজিবর রহমানের ইন্তেকাল

প্রকাশিত: ৭:২৬ অপরাহ্ণ, জুন ২৭, ২০২১

স্টাফ রিপোর্টার : শেরপুরের সিনিয়র সাংবাদিক, আরটিভি’র স্টাফ রিপোর্টার মুগনিউর রহমান মনির বাবা অবসরপ্রাপ্ত অধ্যাপক মজিবর রহমান (৭৮) আর নেই। তিনি ২৬ জুন শনিবার রাত সোয়া ৯টার দিকে শহরের বাগরাকসা এলাকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…..রাজিউন)। মৃত্যুকালে তিনি দুই ছেলেসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। রবিবার বেলা আড়াইটার শহরের কাজীবাড়ি পুকুরপাড় ঈদগাহ্ মাঠে তার নামাজে জানাজা শেষে চাপাতলী পৌর কবরস্থানে দাকে দাফন করা হয়।
তিনি শেরপুর সরকারি কলেজের দর্শন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ছিলেন। এছাড়া তিনি কিছুদিন রংপুর বেগম রোকেয়া সরকারি কলেজ ও কিশোরগঞ্জ সরকারি গুরু দয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এদিকে অবসরপ্রাপ্ত অধ্যাপক মজিবর রহমানের মৃত্যুতে শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, শেরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মানিক দত্ত, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল গভীর শোক প্রকাশ করেছেন।