শ্রীবরদীতে কৃষকদের মাঝে বিনামুল্যে জিংক সমৃদ্ধ ধানের বীজ বিতরণ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৭:২০ অপরাহ্ণ, জুন ২৭, ২০২১ শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদীতে কৃষকদের মাঝে বিনামূল্যে জিংক সমৃদ্ধ ব্রি ধান-৭২ ও বিনা ধান-২০ এর বীজ বিতরণ করা হয়েছে। ২৭ জুন রবিবার দুপুরে বিংস প্রকল্পের আয়োজনে আইএফপিআরআই-হারভেস্টপ্লাসের বাস্তবায়নে উপজেলার তাতিহাটি ইউনিয়নের ছনকান্দা গ্রামে কৃষকদের নিয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তাতিহাটি ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য গোলাম মোস্তফার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন হারভেস্ট প্লাস বাংলাদেশ বিংস প্রকল্পের প্রজেক্ট অফিসার মানিক দেবনাথ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, হাসান বিন্নাদ শহীদ, আব্দুল্লাহ আল আমীন, আরিফা সুলতানা বিউটি। বক্তরা বলেন, জিংক সমৃদ্ধ খাবার খেলে ছেলে মেয়েরা খাটো হয় না। শিশুদের শারীরিক বৃদ্ধি ও মেধার বিকাশ হয়। ক্ষুধা মন্দা-দূর করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ব্রি ধান ৭২ এর ফলন বিঘা প্রতি ২০-২৫ মণ, গড় জীবনকাল ১২৫-১৩০ দিন, চালের আকার আকৃতি লম্বা, মোটা ও রং সাদা। প্রতি কেজি চালে ২২.৮ মণ, চালের আকার আকৃতি লম্বা, চিকন এবং রং লালচে। প্রতি কেজি চালে গড়ে ২৬.৫ মিলিগ্রাম জিংক আছে। যেহেতু ভাত আমাদের প্রধান খাদ্য সুতরাং করোনা মহামারির মধ্যে এই জিংক সমৃদ্ধ জাতগুলি বেশি বেশি চাষাবাদ করে খাদ্যে পাশাপাশি পুষ্টির চাহিদা পূরন করার জন্যে কৃষকদের পরামর্শ প্রদান করেন। তারা আরো বলেন, এই জিংক সমৃদ্ধ জাতগুলি পুষ্টির পাশাপাশি বেশি ফলন দেওয়ার সক্ষমতা আছে, তাই কৃষকদের এই জাতগুলি চাষাবাদের পাশাপাশি বীজ সংরক্ষন করা ও খাওয়ার প্রতি আলোকপাত করেন। আয়োজক সংস্থা জানায়, জিংক অভাবে কিশোরী ও গর্ভবর্তী মায়ের শারীরিক দুর্বলতা দেখা দেয় এবং গর্ভের সন্তানের স্বায়ুতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়। দৈনিক শিশু ও মহিলাদের ৮-৯মিলিগ্রাম জিংকের প্রয়োজন হয়। এসময় উপস্থিত ছিলেন বিংস প্রকল্পের সিইএস হুমায়ুন কবির, সাইফ ইসলাম, সুশীল সামাজের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ। উল্লেখ্য তাতিহাটি ইউনিয়নে একশত জন কৃষকের মাঝে ৪ কেজি করে জিংক সমৃদ্ধ ধান বীজ বিনামূল্যে বিতরণ করা হয়। এছাড়াও শ্রীবরদী উপজেলায় পর্যায়ক্রমে এক হাজার কৃষকের মাঝে জিংক ধান বীজ বিনামূল্যে বিতরণ করা হবে। Related posts:ঝিনাইগাতীতে ২৪ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার-৩শেরপুরের শ্রীবরদীতে নববধূর সাথে অভিমানে যুবকের আত্মহত্যাশেরপুরে ‘শেখ রাসেল দিবস ২০২১’ উপলক্ষে জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন Post Views: ১৬০ SHARES শেরপুর বিষয়: