লকডাউনের মধ্যে দরিদ্রদের সহায়তায় ২৩ কোটি টাকা বরাদ্দ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:২২ অপরাহ্ণ, জুন ২৮, ২০২১ শ্যামলীনিউজ ডেস্ক : করোনাভাইরাস মহামারির মধ্যে মানুষের চলাচলে বিধিনিষেধ থাকায় দরিদ্র, দুস্থ, অসচ্ছল ও কর্মহীন মানুষদের সহায়তা দিতে ২৩ কোটি ছয় লাখ ৭৫ হাজার টাকা বরাদ্দ দিয়েছে সরকার। মানবিক সহায়তা হিসেবে এ অর্থ বিতরণ করতে রোববার জেলা প্রশাসকদের বরাদ্দ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। জেলা প্রশাসকরা বরাদ্দকৃত অর্থ ইউনিয়নওয়ারী উপ-বরাদ্দ দেবেন। আজ সোমবার ত্রাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩৩৩ নম্বরে ফোন করলে মানবিক সহায়তা পাওয়ার যোগ্য ব্যক্তিদেরকে এই বরাদ্দ থেকে খাদ্য সহায়তা হিসেবে চাল, ডাল, তেল, লবণ, আলু দেওয়া হবে। করোনার দ্বিতীয় ঢেউয়ের মধ্যে বিধিনিষেধের মেয়াদ ধাপে ধাপে বাড়িয়ে আগামী ১৫ জুলাই পর্যন্ত করা হয়েছে। আগামী ১ জুলাই থেকে সাতদিনের জন্য সারা দেশে কঠোর লকডাউন কার্যকর করবে সরকার। এ সময় জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হতে পারবে না। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়রুল ইসলাম সোমবার সাংবাদিকদের বলেন, লকডাউনের মধ্যে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় গতবারের মতো যথাসম্ভব পোগ্রাম নিতে ত্রাণ প্রতিমন্ত্রীকে নির্দেশনা দিয়েছে মন্ত্রিসভা। লকডাউনের মধ্যে বিশেষ করে শহর এলাকায় বেশি সমস্যা হয়, সেখানে খেয়াল রেখে যেন সাহায্য নিশ্চিত করা হয় প্রতিমন্ত্রীকে সেই মোতাবেক নির্দেশনা দেওয়া হয়েছে। Related posts:৪৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি শুরু টিসিবি’রসুস্থ জাতি গড়তে দেশব্যাপী ম্যারাথন ছড়িয়ে দিতে হবে : সেনাপ্রধানসশস্ত্র বাহিনীর দক্ষতা বৃদ্ধিতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী Post Views: ১৫৮ SHARES জাতীয় বিষয়: