নিয়ম ভেঙে রাস্তায় ঘোরার শাস্তি পেলেন তিন লঙ্কান ক্রিকেটার

প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, জুন ২৮, ২০২১

অনলাইন ডেস্ক : মাঠের পারফরম্যান্স এমনি ভালো হচ্ছে না শ্রীলঙ্কা দলের। ইংল্যান্ডের বিপক্ষে তিন টি-টোয়েন্টির তিনটিই হেরেছে লঙ্কানরা। মাঠের বাইরেও স্বস্তিতে নেই সফরকারীরা। জানা গেছে, তিন ক্রিকেটার সুরক্ষাবলয় ভেঙে বাইরে বেরিয়েছেন। তিন খেলোয়াড়কেই জরুরি ভিত্তিতে দেশে পাঠানোর কথা নিশ্চিত করেছেন, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) সেক্রেটারি মোহন ডি সিলভা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দুই শ্রীলঙ্কান ক্রিকেটার নিরোশান ডিকভেলা আর কুশল মেন্ডিসকে ডারহামের একটি রাস্তায় ঘুরছেন। ভিডিওতে না থাকলেও সেখানে আরেক শ্রীলঙ্কান ক্রিকেটার দানুস্কা গুনাতিলাকাও ছিলেন বলে জানা গেছে।
নাজির নিস্তার নামে যিনি এই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়েছেন, তিনি লিখেছেন, ‘খারাপ খেলার পরও ডারহামে এই দুই ক্রিকেটার উদ্‌যাপন করছেন! ঘটনাটি রোববার রাত ১১টা ২৮ মিনিটের। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পরও যে ভাবে তাঁরা জৈব সুরক্ষাবলয়ের নীতি ভেঙে ইংল্যান্ডের রাত উপভোগ করছিলেন, এতে তাঁদের দায়িত্বজ্ঞানহীনতাই ফুটে ওঠে।’
ঘটনায় বেশ অস্বস্তিতে পড়েছে এসএলসি। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সেক্রেটারি ডি সিলভা বলেছেন, ‘নিরোশান ডিকভেলা, কুশাল মেন্ডিস ও দানুস্কা গুনাতিলাকাকে দেশে ফিরতে বলা হয়েছে।’