লিসবনে চ্যাম্পিয়নস লিগের ম্যাচ খেলবে রিয়াল-বার্সা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ণ, জুন ১২, ২০২০ অনলাইন ডেস্ক : ইউরোপের শীর্ষ পর্যায়ের ক্লাব ফুটবলের দুয়ার খুলছে। জার্মান বুন্দেসলিগার পরে দুয়ার খুলেছে স্প্যানিশ লা লিগার। ইংলিশ লিগ ও ইতালির সিরি আ’ দ্রুতই শুরু হতে যাচ্ছে। এবার তাই চ্যাম্পিয়নস লিগ শুরুর সূচি পাওয়ার অপেক্ষা। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, আগস্টে শুরু হবে চ্যাম্পিয়নস লিগের বাকি আসর। লিগ একবারে শেষ হওয়ার পরেই বসবে আসর এবং টানা ম্যাচ খেলে শেষ হবে। সেক্ষেত্রে যেকোন এক দেশের ভেন্যুতে ম্যাচ আয়োজনের চিন্তা করছে উয়েফা। কবে চ্যাম্পিয়নস লিগ শুরু হবে বা কোন ভেন্যুতে হবে সেটা ১৭ জুন নিশ্চিত করার কথা ভাবছে উয়েফা। তবে জার্মান একটি সংবাদ মাধ্যম জানিয়েছে, পর্তুগালের রাজধানী লিসবনেই হবে সুপার এইটের ম্যাচগুলো। এছাড়া শেষ ষোলোর দ্বিতীয় লেগে রিয়াল মাদ্রিদ-ম্যানচেস্টার সিটি, বার্সেলোনা-নাপোলি, বায়ার্ন মিউনিখ-চেলসি এবং জুভেন্টাস-লিঁওর ম্যাচ লিসবনে অনুষ্ঠিত হবে। এছাড়া চ্যাম্পিয়নস লিগের ম্যাচ আয়োজনের তালিকায় ফ্রাঙ্কফুট এবং মাদ্রিদের নাম আছে। তবে উয়েফা এখনও কিছুই নিশ্চিত করেনি। এর আগে ২০১৪ সালে লিবসনে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল অনুষ্ঠিত হয়। ওই আসরে অ্যাথলেটিকো মাদ্রিদকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রিয়াল মাদ্রিদ। Related posts:শেরপুরে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনরাসেল ঝড়ে সাকিবদের হারিয়ে ঢাকার প্রথম জয়একইদিনে পুরস্কার জিতলেন সাকিব-মাশরাফিরা Post Views: ৩২৬ SHARES খেলাধুলা বিষয়: