ভ্যাট নিবন্ধন নিল মাইক্রোসফট

প্রকাশিত: ৬:৫৬ অপরাহ্ণ, জুলাই ১, ২০২১

এরআগে ভ্যাট নিবন্ধ নেয় গুগল, অ্যামাজন ও ফেসবুক, শিগগিরই নেবে নেটফ্লিক্স

অনলাইন ডেস্ক : মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) পরিশোধ করতে বাংলাদেশে নিবন্ধন নিয়েছে সফটওয়্যার খাতের শীর্ষস্থানীয় আমেরিকান কোম্পানি মাইক্রোসফট রিজিওনাল সেলস প্রাইভেট লিমিটেড।
বৃহস্পতিবার ঢাকা দক্ষিণ কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট কমিশনারেটে অফিসে ব্যবসা শনাক্তকরণ নম্বর (বিআইএন) বা ভ্যাট নিবন্ধন নেয় প্রতিষ্ঠানটি। এর ফলে কোম্পানিটি ভ্যাট পরিশোধ ও রিটার্ন জমা দেওয়াসহ এ বিষয়ক সেবা পাবে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা গেছে।
এনবিআর সূত্রে জানা গেছে, মাইত্রোসফট সিঙ্গাপুরের ঠিকানায় ভ্যাট নিবন্ধন নিয়েছে। বাংলাদেশে প্রতিষ্ঠানটির ভ্যাট এজেন্ট হিসেবে কাজ করবে পোদ্দার অ্যাসোসিয়েট। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী জয়ন্ত কুমার পোদ্দার। গত মাসে এই ভ্যাট কমিশনারেট অফিসে প্রযুক্তি খাতের শীর্ষ স্থানীয় কোম্পানি গুগল, অ্যামাজন ও ফেসবুক ভ্যাট নিবন্ধন নেয়।
ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেটের কমিশনার হুমায়ুন কবির এ বিষয়ে সাংবাদিকদের বলেন, এখন থেকে মাইক্রোসফট রিটার্ন দাখিল করবে। ফলে প্রযুক্তি খাতের এ কোম্পানির সঙ্গে বাংলাদেশের ব্যবসা সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।
প্রচলিত ভ্যাট আইনে বিদেশে অবস্থিত কোম্পানিগুলোর বাংলাদেশে নিবন্ধন নেওয়ার সুযোগ নেই। এ ধরনের প্রতিষ্ঠানকে নিবন্ধন নিতে স্থানীয় অফিস খোলা অথবা এজেন্ট নিয়োগ করতে হয়। দেশে প্রযুক্তি নির্ভর সেবার চাহিদা বৃদ্ধির ফলে আন্তর্জাতিক পরিসর এ ধরনের সেবা নেওয়া ও পণ্য কেনা বাবদ ব্যয় বাংলাদেশ থেকে পরিশোধ বেড়েছে। বিশেষ করে গুগল, ফেসবুকের মতো প্রতিষ্ঠানে বাংলাদেশ থেকে প্রচুর বিজ্ঞাপন যাচ্ছে। আবার ইউটিউব, নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, ওরাকল, মাইক্রোসফট, হইচই, টিকটক, জুম, স্কাইপি, স্ল্যাক ইত্যাদি থেকে পণ্য ও সেবা কেনা বেড়েছে। অনেকে ভিডিও, অ্যাপ, ই-বুক, ওয়েবসাইট সাপোর্ট ইত্যাদি নিয়ে থাকেন।
এ অবস্থায় নতুন ভ্যাট আইনে এ ধরনের প্রতিষ্ঠানে স্থানীয় অফিস খোলা বা স্থানীয় এজেন্ট নিয়োগের বিধান করা হয়। তারপর থেকে কোনো কোনো প্রতিষ্ঠান সরাসরি ভ্যাটের নিবন্ধন নিচ্ছে। কোনো প্রতিষ্ঠান স্থানীয় এজেন্ট নিয়োগ করে নিবন্ধন নিচ্ছে। জানা গেছে, নেটফ্লিক্স শিগগিরই বাংলাদেশে ভ্যাটের নিবন্ধন পাবে। প্রতিষ্ঠানটির নিবন্ধন কার্যক্রম প্রক্রিয়াধীন।