কাউকে নির্বাচিত করা সরকারি কর্মকর্তার কাজ নয়: জামালপুরে জ্বালানি উপদেষ্টা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২৫ নির্বাচন প্রসঙ্গে জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, প্রবাসী ও তরুণরা প্রথমবারের মতো ভোট দেবেন। কে কাকে ভোট দেবেন, তা আপনি-আমি জানি না। কাজেই কাউকে নির্বাচিত করা সরকারি কর্মকর্তার কাজ নয়। যিনি নির্বাচিত হবেন, তার সঙ্গে কাজ করাই সরকারি কর্মকর্তার কাজ। শনিবার (৫ জুলাই) সকালে জামালপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলার সরকারি কর্মকর্তা এবং অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিখ্যাত লাইলাতুল নির্বাচনের দায়িত্বে থাকা সব সরকারি কর্মকর্তাকে অপসারণ করা হয়েছে। সেই নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীতে যারা ছিলেন, তাদেরও সবাইকে অপসারণ করা হয়েছে। সামনে নির্বাচন- এটি একটি কঠিন দায়িত্ব, জাতির জন্য কঠিন অগ্নিপরীক্ষা। এ সময় উপদেষ্টা ফাওজুল কবির বলেন, কাউকে নির্বাচিত করা আমাদের কাজ না। যারা নির্বাচিত হবে তাদের সঙ্গেই আমাদের কাজ করতে হবে। নির্বাচনকালীন পক্ষপাতিত্ব করলে সাবেক সিইসি নুরুল হুদার মতো কঠিন পরিণতি ভোগ করতে হবে। উপদেষ্টা জানান, জ্বালানি তেল কেনার সময় দরপত্র জমা, পদ্মা রেলওয়ের জন্য ভাঙ্গা স্টেশন নির্মাণে ব্যয় সংকোচন, এলপিজি কেনা এবং অপ্রয়োজনীয় প্রকল্প বাদসহ বিভিন্নভাবে গত কয়েক মাসে এ তিনটি মন্ত্রণালয়ে ৪৫ হাজার কোটি টাকা সাশ্রয় করা হয়েছে। গ্যাস ও কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে খরচ বেশি হচ্ছে তাই সরকার নবায়নযোগ্য জ্বালানি হিসেবে সোলার বিদ্যুৎ উৎপাদনে জোর দিয়ে কাজ করছে। এ উপদেষ্টা বলেন, আমরা সম্পদ বিবরণী জমা দিয়ে উপদেষ্টা পরিষদে যোগদান করেছি। সময় শেষে আবার সম্পদ বিবরণী জমা দিয়ে বিদায় নেব। এতে জনসাধারণ দেখতে পারবে এই স্বল্প সময়ের মধ্যে আমাদের সম্পদের কী পরিবর্তন হয়েছে। এতে একটি ব্যক্তিগত দৃষ্টান্ত স্থাপন হবে। জেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় জেলা প্রশাসক হাসিনা বেগমের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. ফজলুল হক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়ারেছ আলী মামুনসহ আরও অনেকে। মতবিনিময় সভায় বিজিবি, পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও জেলার সুশীল সমাজের ব্যক্তিরা উপস্থিত ছিলেন। দুই দিনের সফর শেষে বিকেলে রাজধানীর উদ্দেশে রওনা হবেন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির। Related posts:পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রীআন্তর্জাতিক মহলের কোনো চাপ অনুভব করছি না : ওবায়দুল কাদেরআমন ধান বাজারে এলে চালের দাম কমতে শুরু করবে : খাদ্য উপদেষ্টা Post Views: ৩১ SHARES জাতীয় বিষয়: