বকশীগঞ্জে বিয়ে বাড়ীতে ইউএনও হানা, বাল্য বিয়ে পণ্ড অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:২৭ পূর্বাহ্ণ, জুলাই ৩, ২০২১ জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে বিয়ে বাড়ীতে হানা দিয়ে বাল্য বিয়ে পণ্ড করে দিয়েছে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুনমুন জাহান লিজা। ২ জুলাই শুক্রবার রাত ১০দিকে বকশীগঞ্জের মেরুরচর ইউনিয়নের নতুন টুপকারচর গ্রামে ওই ঘটনা ঘটে। উপজেলা নির্বাহী অফিসার মুনমুন জাহান লিজা জানান, মেরুরচর ইউনিয়নের টুপকারচর গ্রামের হারুণ অর রশীদের মেয়ে স্থানীয় ইকরা শিক্ষা কমপ্লেক্সের ৮ম শ্রেনী পড়ুয়া শিক্ষার্থী শিলামনির সাথে একই ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের বাবলু মিয়ার ছেলে মিজানুর রহমানের বিয়ের আয়োজন চলছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে বাল্য বিয়ে বন্ধ করা হয়। পরে এই সময় উভয় পরিবার ৩শ টাকার স্ট্যাম্পে ১৮ বছরের পুর্বে বিয়ে দিবে না মর্মে মুচলেকা ছেড়ে দেয়া হয়। তিনি আরো জানান, উপজেলা প্রশাসন শুধু বাল্যবিয়ে নয়- ডে কোন ধরনের অনৈতিক বা বেআইনী কাজের খবর পেলে থানা পুলিশেন সহযোগীতায় দ্রুত সময়ের মধ্যে সমাধানের জন্য পদ্ধপরিকর। Related posts:শেরপুরে সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশী নিহতজামালপুরে প্রাইভেটকার-মোটর সাইকেলের সংঘর্ষে স্কুলছাত্রী নিহতশেরপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মিনালসহ চার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল Post Views: ১৭৯ SHARES সারা বাংলা বিষয়: