নালিতাবাড়ীতে গাছ কাটতে গিয়ে শ্রমিকের মৃত্যু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:২৬ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২১ শেরপুরের নালিতাবাড়ীতে গাছ কাটতে গিয়ে সেই গাছ মাথায় পড়ে আব্দুল মতিন (৫৫) নামে এক গাছকাটা শ্রমিক নিহত হয়েছেন। ১২ অক্টোবর মঙ্গলবার দুপুরে উপজেলার সালেহাবাদ (কৃষ্ণপট্টি) গ্রামে ওই দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকের বাড়ি উপজেলার নালিতাবাড়ী ইউনিয়নস্থ ভেদিকুড়া গ্রামে। জানা যায়, নালিতাবাড়ী উপজেলার সালেহাবাদ গ্রামের কৃষক আমিনের বিভিন্ন প্রজাতির বেশকিছু গাছ স্থানীয় কাঠ ব্যবসায়ী জামরুল ক্রয় করেন। ক্রয়কৃত ওইসব গাছ কেটে ফেলতে চুক্তি করেন নিহত শ্রমিক মতিনসহ ৬ জনের সাথে। পরে সোমবার গাছ কাটার একপর্যায়ে একটি বড় রেইন্ট্রি গাছ কেটে রশি ধরে টান দেন ৩ শ্রমিক। ওইসময় গাছটি পড়ে গেলে অন্য দুই শ্রমিক সরে যেতে পারলেও আব্দুল মতিন সরে যেতে না পারায় তার মাথায় পড়ে। এতে মাথা থেতলে গিয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান মতিন। পরে সঙ্গে থাকা শ্রমিকরা তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মতিনকে মৃত ঘোষণা করেন। Related posts:নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১৫ জনের সাড়ে ৭ লাখ টাকা জরিমানাশেরপুরে মাঝপথে বারবার যাত্রী উঠানোর প্রতিবাদ করায় যাত্রীর উপর হামলাশেরপুর পৌরসভার নান্দনিক কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন Post Views: ১৬১ SHARES শেরপুর বিষয়: