ঝিনাইগাতীতে বিনামূল্যে কোভিড-১৯ টিকা নিবন্ধন উদ্বোধন

প্রকাশিত: ১:১৩ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০২১

হারুন অর রশিদ দুদু : “পারস্পরিক সহযোগিতা উষ্ণ আন্তরিক আবেশে আসুন আলোকিত হই, আলোকিত করি” এই স্লোগানকে সামনে রেখে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন শিকড় এর আয়োজনে বিনামূল্যে কোভিড-১৯ টিকাদান নিবন্ধন-২০২১ উদ্বোধন করা হয়েছে। ১৬ জুলাই শুক্রবার বেলা ১২ টায় শিকড় অফিসে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ। এসময় শিকড়ের সাধারণ সম্পাদক ডাঃ সাইফুল আমিন মুক্তা, সদস্য শ্রী বিশ্বজিৎ রায়, রোস্তম আলী, আয়নাল হক, মাসুম বিল্লাহ, অভিনুর ইসলাম, হারুন উর রশিদসহ অন্যাান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। শিকড় সংগঠনের সভাপতি আব্দুল আউয়াল জানান, এ সংগঠনের মাধ্যমে কোভিড-১৯ টিকা নিবন্ধনের পাশাপাশি সার্বক্ষনিক চিকিৎসা পরামর্শ প্রদানের ব্যবস্থা রয়েছে। এছাড়াও সংগঠনের সদস্যরা মানুষকে সচেতন করতে উপজেলার বিভিন্ন হাট বাজারে করোনা থেকে রক্ষা পেতে লিফলেট বিতরণ করছে।