নকলা গরু হাটের ইজারাদারকে ৫০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ৯:১৪ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২১

নকলা (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নকলায় করোনাকালে স্বাস্থ্যবিধি না মেনে নিয়ন্ত্রণহীন গরুর বাজার বসানোর কারণে গরু হাটের ইজারাদারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ১৫ জুলাই বৃহস্পতিবার বিকেলে উপজেলার পাইস্কা বাইপাস মোড়ে অবস্থিত গরুর হাটে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুর রহমান।
জানা যায়, আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে বৃহস্পতিবার নকলা সদরের একমাত্র গরুর বাজারের ক্রেতা বিক্রেতার ভীষণ ভিড় ছিল। খবর পেয়ে স্বাস্থ্যবিধি না মেনে নিয়ন্ত্রণহীন গরুর হাট বসানোর অপরাধে দন্ডবিধি ১৮৬০/২৬৯ ধারা মোতাবেক বাজারের ইজারাদার বেলায়েত হোসেন বাবুলকে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।