শেরপুরে ২শ কর্মহীন-অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা তুলে দিলেন জেলা প্রশাসক অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:৫৩ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০২১ শেরপুরে দুঃস্থ-অসহায়দের খাদ্য সহায়তায় ১ কোটি ১৩ লাখ টাকা বরাদ্দ স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে ২শ জন দুঃস্থ ও অসহায় ব্যক্তির মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার আওতায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ১৭ জুলাই শনিবার সকালে শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে দুঃস্থদের মাঝে ওই উপহার তুলে দেন জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ। ওইসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। জানা যায়, শেরপুরে করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া দুঃস্থ ও অসহায়দের খাদ্য সহায়তা দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের আওতায় ১ কোটি ১৩ লাখ টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে। ১৫ জুলাই বৃহস্পতিবার দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপ-পরিচালক (উপ-সচিব) সৈয়দা মেহেরুন নেছা কবীর সাক্ষরিত এক পত্রে জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদকে ওই তথ্য জানানো হয়। শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ জানান, প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কার্যক্রমের আওতায় বরাদ্দকৃত ওই অর্থ ইতোমধ্যে জেলা প্রশাসকের পরামর্শে শেরপুর সদরসহ ৫ উপজেলায় উপ-বরাদ্দ দেওয়া হয়েছে। বরাদ্দের নির্দেশনার আলোকে কেবল খাদ্য সহায়তার জন্য যে সমস্ত দুঃস্থ ও অসহায় মানুষ জরুরি সেবা ৩৩৩ তে ফোন করবেন, তাদের মাঝে খাদ্য সহায়তা দিতেই ওই অর্থ ব্যয় করা হবে। এজন্য জেলা প্রশাসনের ফেসবুক পেইজ থেকে দুঃস্থ ও অসহায় ব্যক্তিদের ৩৩৩ নম্বরে ফোন দিতে উৎসাহিত করতে সচেতন মহলকে আহবান জানানো হয়। Related posts:ইউএনও রুবেল মাহমুদের নেতৃত্বে ঝিনাইগাতীতে জবরদখলকৃত বনের জমি উদ্ধারশেরপুরে র্যাবের হাতে ৭২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটকইরি-বোরো ধানের চারা রোপনে ব্যস্ত শেরপুরের কৃষকরা Post Views: ১৭৮ SHARES শেরপুর বিষয়: