শ্রীবরদী উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলামের মায়ের ইন্তেকাল

প্রকাশিত: ৩:২০ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০২১

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদী উপজেলা পরিষদ চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সদস্য ও শ্রীবরদী উপজেলার মাদারপুর গ্রামের বাসিন্দা সোনালী ব্যাংকের সাবেক সিনিয়র অফিসার মরহুম বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের স্ত্রী নুরেজা বেগম করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শেরপুর সদর হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ২৮ শে জুলাই বুধবার সন্ধ্যায় ইন্তেকাল করেছেন। ( ইন্না,,,,,, রাজিউন)
মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৭০ বছর, তিনি দুই পুত্র, দুই কন্যা সহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন। পরদিন ২৯ শে জুলাই বৃহস্পতিবার সকালে মাদারপুর গ্রামের নিজ বাড়িতে জানাজা নামাজ শেষে মরহুমা কে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
তার মৃত্যুতে শেরপুর ৩ আসনের সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন, শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল, শ্রীবরদী উপজেলা নির্বাহি অফিসার নিলুফা আক্তার, পৌর মেয়র মোহাম্মদ আলী লাল মিয়া, শেরপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবু সালেহ মোহাম্মদ নুরুল ইসলাম হিরু, শ্রীবরদী থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস, শেরপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো: ইলিয়াস উদ্দিন, শেরপুর চেম্বার অব কমার্সের সভাপতি মো: আসাদুজ্জামান রওশন, শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মো: মেরাজ উদ্দিন, শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো: মাহবুবুর রহমান সুজা, সাধারণ সম্পাদক মো মোতাহারুল ইসলাম লিটন, সাংগঠনিক সম্পাদক ও শেরপুর জেলা বারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তারিকুল ইসলাম ভাসানী, শ্রীবরদী উপজেলা জাতীয় পার্টির সভাপতি প্রকৌশলী ইকবাল আহসান, সাধারণ সম্পাদক তারেক মো : আবদুল্লাহ রানা, শ্রীবরদী উপজেলা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক মো : মোশারফ হোসেন সাগর, শ্রীবরদী প্রেসক্লাব সভাপতি মো: রেজাউল করিম বকুল, শ্রীবরদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।