চাকরি রক্ষায় সীমাহীন ভোগান্তি সয়েই শেরপুর ছাড়ছে কর্মজীবী মানুষ

প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২১

স্টাফ রিপোর্টার : চলমান কঠোর বিধিনিষেধের মধ্যেই ১ আগস্ট থেকে শিল্প-কারখানা খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। আর এই খবরে চাকির রক্ষায় সীমাহীন ভোগান্তি সয়েই শেরপুর জেলায় ঈদে বাড়িতে আসা কর্মজীবী মানুষেরা ঢাকায় ফিরতে শুরু করেছেন। ৩১ জুলাই শনিবার সকাল থেকেই জেলা শহর থেকে পণ্যবাহী ট্রাক, লেগুনা, প্রাইভেটকার ও মোটরসাইকেলে করে ঢাকায় ছুটছে কর্মজীবী মানুষরা।
এদিকে গণপরিবহন বন্ধ থাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ভেঙে ভেঙে মহাসড়কের বিভিন্ন স্থানে ভিড় করছে ঢাকামুখী যাত্রীরা। অনেকে বিভিন্ন এলাকা থেকে ব্যাটারিচালিত অটোরিকশা রিজার্ভ করে শহরে আসছেন। যাত্রীদের মধ্যে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধির কোনো বালাই দেখা যায়নি।
ঢাকামুখী এক যাত্রী বলেন, ঈদের ছুটিতে বাড়িতে আইছিলাম। যেভাবেই হোক আজই ঢাকায় পৌঁছাতে হবে। আগামীকাল আমাদের কারখানা খুলবে। বাস বন্ধ। বাধ্য হয়ে ট্রাকে যাচ্ছি। ট্রাকে যাইতে কষ্টও বেশি। ভাড়া বেশি দিয়ে হলেও যাওন লাগবোই।
পাশে দাড়িয়ে থাকা এক গার্মেন্টস কর্মী বলেন, বাপের বাড়িতে ঈদের ছুটিতে আইছিলাম। ১ তারিখ থেকে অফিস করতে হবে তারজন্য গত রাতে অফিস থেকে ফোন দিছে। আগামীকাল সঠিক সময়ে অফিসে না যেতে পারলে চাকরি চলে যাবে। এখন কষ্ট করেই গ্রামের বাড়ি থেকে রওনা হয়েছি।