অলিম্পিকে জকোভিচের স্বপ্নভঙ্গ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২১ স্পোর্টস ডেস্ক : ফের অলিম্পিকে স্বপ্নভঙ্গ হলো বিশ্বের এক নম্বর টেনিস তারকার। টোকিওর মেনস সিঙ্গলসের সেমিফাইনাল থেকেই বিদায়ঘণ্টা বাজলো নোভাক জকোভিচের। মেনস সিঙ্গলসের সেমিফাইনালে শীর্ষবাছাই জকোভিচকে হারিয়ে দেন জার্মান তারকা আলেকজান্ডার জেরেভ। চতুর্থ বাছাই জেরেভ তিন সেটের লড়াইয়ে সেমিফাইনাল ম্যাচ জেতেন ১-৬, ৬-৩, ৬-১ ব্যবধানে। স্বর্ণ জেতা না হলেও ব্রোঞ্জ পদকের লড়াইয়ে নামবেন ২০টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী সার্বিয়ান টেনিস তারকা। ব্রোঞ্জ মেডেল ম্যাচে জোকারের প্রতিপক্ষ স্পেনের পাবলো কারেনো বুসতা। এর আগে ২০০৮ সালে বেইজিং অলিম্পিকের সেমিফাইনালে রাফায়েল নাদালের কাছে হেরে গিয়েছিলেন জকোভিচ। পরে জেমস ব্লেককে হারিয়ে ব্রোঞ্জ পদক জেতেন জোকার। এতদিন সেটিই অলিম্পিকে নোভাকের সেরা পারফর্ম্যান্স ছিল। এবার পদকের রং বদলে নেওয়ার সুবর্ণ সুযোগ ছিল তার সামনে। তবে সেই স্বপ্ন পূরণ হল না সর্বকালের অন্যতম সেরা টেনিস তারকার। Related posts:রোনালাদোর জোড়া গোলে জুভেন্টাসের জয়কোথায় গিয়ে থামবে আজ নিউজিল্যান্ড!অবশেষে গোলের দেখা পেলেন মেসি Post Views: ১৬৭ SHARES খেলাধুলা বিষয়: