শ্রীবরদীতে কিশোরের লাশ উদ্ধার

প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২১

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদীতে খাল থেকে কিশোর নয়ন মিয়া (১৬) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ৩ আগস্ট মঙ্গলবার সকালে উপজেলার গড়জরিপা ইউনিয়নের শৈলের পাড় (চেনারকুড়) টানা ব্রীজের পাশে খাল থেকে ওই কিশোরের লাশ উদ্ধার করা হয়। ওই কিশোর পাশ্ববর্তী ঝিনাইগাতী থানার হাতীবান্ধা ইউনিয়নের নয়খা গ্রামের আসান আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নয়ন মিয়া জন্মের পর থেকে মৃগী রোগে আক্রান্ত ছিল। ২ আগস্ট সোমবার সকাল থেকে কিশোর নয়ন মিয়াকে বাড়ি থেকে খোঁজে পাওয়া যাচ্ছিল না। বাড়ির লোকজন নয়নকে বিভিন্ন জায়গায় খোজাখুজি করতে থাকে। মঙ্গলবার সকালে শৈলের পাড় এলাকার লোকজন ওই খালের পানিতে নয়ন মিয়ার লাশ ভাসতে দেখে শ্রীবরদী থানা পুলিশকে সংবাদ দেয়। পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই কিশোরের লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে শ্রীবরদী থানার অফিসার, ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস বলেন, এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।