পরীমণির আটকের পর এবার রাজ মাল্টিমিডিয়ার মালিকের বাসায় অভিযান অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:৫৪ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২১ অনলাইন ডেস্ক : নায়িকা পরীমণির আটকের পর এবার রাজ মাল্টিমিডিয়ার সত্বাধিকারী নজরুল ইসলাম রাজের বনানীর ৭ নম্বর রোডের ৪১ নম্বর বাসায় অভিযান চালাচ্ছে র্যাব। ৪ আগস্ট বুধবার রাতে রাজধানীর বনানীর বাসায় অভিযান চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। পরীর প্রথম ছবি ভালোবাসা সীমাহীন-এর প্রযোজক ছিলেন এই নজরুল ইসলাম রাজ। তিনি প্রযোজনার পাশাপাশি অভিনয়ও করে থাকেন। তার হাত ধরেই নাটক থেকে সিনেমায় নাম লেখান পরী। এর আগে, সন্ধ্যায় বাংলা চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমণির বাসায় প্রায় ৪ ঘণ্টা র্যাবের অভিযানের পর রাত সাড়ে ৮টার দিকে তাকে আটক র্যাব-১ এর সদরদফতরে নিয়ে যাওয়া হয়। এ সময় তার বাসা থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। বুধবার (৪ আগস্ট) বিকেল ৪টার দিকে তার বাসায় অভিযান শুরু করে র্যাব-১ ও র্যাব সদর দপ্তরের একাধিক টিম। Related posts:আসছে ‘কিক’-এর সিক্যুয়েলমাসুদ রানা খুঁজতে গিয়ে বিড়ম্বনায় ফারিয়া, থানায় জিডিভালো আছেন অপূর্ব, কেবিনে স্থানান্তর Post Views: ১৭২ SHARES বিনোদন বিষয়: