শেরপুরে জেলা পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) বৃক্ষরোপণ কর্মসূচি অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:৫৫ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২১ স্টাফ রিপোর্টার ॥ ‘মুজিববর্ষে অঙ্গীকার করি, সোনার বাংলা সবুজ করি’ এ স্লোগানে শেরপুরে জেলা পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালান করা হয়েছে।১১ আগস্ট সারা দেশব্যাপী একযোগে দুপুর ১২টা ৪০ মিনিটে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ও পুনাকের প্রধান উপদেষ্টা ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)। এরই অংশ হিসেবে শেরপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয় ও পুলিশ লাইন্সে পুনাকের উদ্যোগে বিভিন্ন ধরনের ফলজ ও ঔষধি বৃক্ষ রোপন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুনাকের সভানেত্রী কাজী মোনালিসা মারিয়া। ওইসময় পুনাকের অন্যান্য সদস্যবৃন্দ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পরে পুলিশ সুপারের কার্যালয়ে জেলা নারী কল্যাণ সমিতি (পুনাক) এর আয়োজনে সামাজিক বনায়ন কর্মসূচি উপলক্ষে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ হাসান নাহিদ চৌধুরী, জেলা পুনাক সভানেত্রী কাজী মোনালিসা মারিয়াসহ পুনাকের অন্যান্য সদস্যবৃন্দ। Related posts:শেরপুরে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে সাবেক এমপি শ্যামলীর মতবিনিময় সভাআজ ঝিনাইগাতী মুক্ত দিবসঝিনাইগাতীতে বণিক সমিতির নব-নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ Post Views: ২২৮ SHARES শেরপুর বিষয়: