নেত্রকোনার মতি মিয়া হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেফতার

প্রকাশিত: ১২:৫৪ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২১

নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনায় জমি সংক্রান্ত বিরোধে মতি মিয়া হত্যা মামলার প্রধান আসামি ওয়াসিম মিয়াকে (৩০) ঢাকার লালবাগ থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। র‍্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্প অধিনায়ক লে. কমান্ডার এস এম শোভন খান তথ্যটি নিশ্চিত করেছেন।
জমি সংক্রান্ত বিরোধের জেরে গত ১০ জুলাই নেত্রকোনা সদরের মৌগাতি ইউনিয়নের সাতপাটি গ্রামে মতি মিয়াকে পথ রোধ করে পিটিয়ে হত্যা করে প্রতিপক্ষ। পরদিন ১১ জুলাই মতি মিয়ার স্ত্রী সুমী আক্তার বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখসহ আরও ৪ থেকে ৫ জনকে অজ্ঞাত আসামি করে নেত্রকোনা মডেল থানায় মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে র‍্যাব-১৪ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি ওয়াসিম মিয়াকে গ্রেফতার করে। আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত ওয়াসিমকে নেত্রকোনা মডেল থানায় হস্তান্তর করা হবে বলেও জানান র‍্যাবের অধিনায়ক এস এম শোভন খান।