ঝিনাইগাতীতে ১০ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২১ হারুন অর রশিদ দুদু : শেরপুর জেলার ঝিনাইগাতীতে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সিরাজুস সালেহীন, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর আওতায় ১৯ আগস্ট বৃহস্পতিবার সকালে এক অভিযান পরিচালনা করেছেন। এসময় ঝিনাইগাতী উপজেলার ধলি বিলের জলাশয় থেকে ১৫ টি চায়না দুয়ারি জাল এবং ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেন। পরে ওই দিন জব্দকৃত জাল গুলো উপজেলা পরিষদের সম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এসময় ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ, সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সিরাজুস সালেহীন ও উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারীগণ উপস্থিত ছিলেন। এদিকে মৎস্য অফিস সূত্রে জানা গেছে, ধ্বংসকৃত জাল গুলোর আনুমানিক মূল্য লক্ষাধিক টাকা। Related posts:শেরপুরের নকলায় বিনা উদ্ভাবিত ফসলের চাষাবাদ বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিতশেরপুর সদর উপজেলার ১৪ ইউপিতে ভোট গ্রহণ শুরুঝিনাইগাতীতে ভারতীয় রুপীসহ ২ যুবক গ্রেফতার Post Views: ২০৬ SHARES শেরপুর বিষয়: