অবৈধ আইপি টিভির বিরুদ্ধে ব্যবস্থা, শেরপুরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:৩০ পূর্বাহ্ণ, আগস্ট ২১, ২০২১ বিশেষ প্রতিনিধি : দেশে কোনো আইপি টিভির অনুমোদন নেই জানিয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, অবৈধ আইপি টিভির বিরুদ্ধে অচিরেই ব্যবস্থা নেবে সরকার। প্রতিমন্ত্রী আরও বলেন, এ পর্যন্ত ৭শ আইপি টিভির আবেদন জমা পড়েছে। যাচাই-বাছাই শেষে শুরু হবে অনুমোদন-প্রক্রিয়া। শেরপুর সার্কিট হাউসে ২০ আগস্ট শুক্রবার বেলা আড়াইটার দিকে সাংবাদিকদের মাঝে কল্যাণ ট্রাস্টের প্রণোদনার চেক বিতরণের আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রীর সঙ্গে জাতীয় সংসদের হুইপ, জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ, পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চন্দন কুমার পাল, শেরপুর প্রেস ক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনসহ উপস্থিত ছিলেন আরও অনেকে। অনলাইন পোর্টালের অনুমোদন কার্যক্রম চলমান আছে জানিয়ে প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেন, যাচাই-বাছাই শেষে পর্যায়ক্রমে বাকিগুলো অনুমোদন পাবে। প্রণোদনার চেক বিতরণ অনুষ্ঠানে ৪৬ জন সাংবাদিককে ১০ হাজার করে ৪ লাখ ৬০ হাজার টাকা দেয়া হয়। Related posts:এবার ৬৯ বছর বয়সে এইচএসসি পাস করলেন শ্রীবরদীর সেই কালামনিখোঁজের ৬ দিন পরও সন্ধান মেলেনি শেরপুরের শিক্ষার্থী সুমন মিয়ারশেরপুরে বীর মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন Post Views: ১৯২ SHARES শেরপুর বিষয়: