চ্যাম্পিয়ন্স লিগের শুরুতেই বিপাকে রিয়াল অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১২:১৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০১৯ ক্রীড়া ডেস্ক : স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ নতুন মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ শুরুর আগে বেশ ধাক্কা খেলো। বুধবার পিএসজির বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে একাদশের নিয়মিত সদস্য মার্সেলোর সার্ভিস পাবে না বলে নিশ্চিত করেছে রিয়াল মদ্রিদ কর্তৃপক্ষ। গেল শনিবার লা-লিগার ম্যাচে লেভান্তের বিপক্ষে প্রতিপক্ষের গোল পোস্টে শট নেয়ার সময় ঘাড়ে ব্যথা পান ব্রাজিলিয়ান এই লেফ্ট ব্যাক। যে কারণে চিকিৎসকের পরামর্শে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে তাকে মাঠে নামাবে না রিয়াল। এদিকে, মার্সেলোর ইনজুরির কারণে বিপাকে পড়েছেন রিয়াল কোচ জিদান। কারণ মার্সেলো ছাড়াও, আরও বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলার রয়েছেন ইনজুরিতে। Related posts:থাইল্যান্ডকে উড়িয়ে চ্যাম্পিয়নের মতোই শুরু বাংলাদেশেরসাইফের সেঞ্চুরি, নাঈমের ফিফটিতে বাংলাদেশের ৩২২ময়মনসিংহে সংবর্ধনায় ভাসলেন বিশ্বজয়ী রাকিবুল Post Views: ২৪৮ SHARES খেলাধুলা বিষয়: