‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কা যাচ্ছেন সৌম্য-মিরাজ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১২:১৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০১৯ ক্রীড়া ডেস্ক : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে জিম্বাবুয়ে ও আফগানিস্তানের সাথে ব্যাটিং ব্যর্থতার কারণে দল থেকে বাদ পড়েন ওপেনার সৌম্য সরকার। জাতীয় দল থেকে বাদ পড়া সৌম্যকে ফর্মে ফেরাতে তৎপর নির্বাচকরা। তাই ‘এ’ দলের সঙ্গে শ্রীলঙ্কা পাঠানো হচ্ছে সৌম্য সরকারকে। আগামীকাল ১৮ সেপ্টেম্বর কলম্বোর উদ্দেশে ‘এ’ দলের যাত্রা শুরু, সেই দলের সঙ্গে শেষ মুহূর্তে যোগ দিলে সৌম্য সরকার।গণমাধ্যমকে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানান, শুধু সৌম্য নয়, টেস্ট পারফরমারদের বেশ কজনকেই শ্রীলঙ্কায় ‘এ’ দলের সফরসঙ্গী করে পাঠানো হচ্ছে। যাতে করে তারা দীর্ঘ পরিসরের খেলার ভেতরে থাকেন। লঙ্কান সফরে দলে আছেন মুমিনুল হক, ওপেনার সাদমান ইসলাম, স্পিনিং অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ এবং পেস বোলার ইবাদত হোসেনও আছেন। পাশাপাশি জাতীয় দলের বাইরে থাকা এনামুল হক বিজয়, নুরুল হাসান সোহান, বাঁহাতি স্পিনার সানজামুল হকও শ্রীলঙ্কা যাচ্ছেন। শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে দু’টি চারদিনের ম্যাচ এবং দু’টি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ ‘এ’ দল। Related posts:১৫ মাস পর মুমিনুলের সেঞ্চুরিমেসি-নেইমারের গোলে চ্যাম্পিয়ন পিএসজিঘরের মাটিতে সর্বনিম্ন রানে অলআউট ভারত Post Views: ২৯৪ SHARES খেলাধুলা বিষয়: