শেরপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়

প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২১

স্টাফ রিপোর্টার : জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উদযাপন উপলক্ষে শেরপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে জেলা মৎস্য অধিদপ্তর। ২৮ আগষ্ট শনিবার সকালে জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মৎস্য বিভাগের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন জেলা মৎস্য কর্মকর্তা ও জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ বাস্তবায়ন জেলা কমিটির সদস্য সচিব মো. আমিনুল হক।
এ সময় সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবযানি ভৌমিক, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনসহ মৎস্য অফিসের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
‘বেশী বেশী মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’-এমন শ্লোগানে এবারের মৎস্য সপ্তাহের কর্মসূচির মধ্যে রয়েছে জেলার ৫ জন সফল মৎস্যচাষী/উদ্যোক্তাকে পুরস্কার প্রদান, মাছের পোনা অবমুক্তকরণ, বাজার মনিটরিং, পুকুরের মাটি ও পানি পরীক্ষা, সুফলভোগীদের প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ এবং প্রান্তিক পর্যায়ে মৎস্যচাষী ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময়। ২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত এসব কর্মসূচি চলবে।