শ্রীবরদীতে মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২১ শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : ‘বেশি করে মাছ চাষ করি, বেকারত্ব দুর করি’ স্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে শেরপুরের শ্রীবরদীতে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান। ২৮ আগস্ট শনিবার দুপুরে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে মৎস্য কর্মকর্তার কার্যালয়ে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় কালে উপজেলা মৎস্য কর্মকর্তা বলেন, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ২৮ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত ৭ দিন ব্যাপী স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে মাইকিং, ব্যানার ফেস্টুনের মাধ্যমে প্রচারনা,সাংবাদিকদের সাথে মতবিনিময় ও প্রান্তিক পর্যায়ে মৎস্য চাষীদের সাথে মতবিনিময়, পোনামাছ অবমুক্তকরণসহ পর্যায়ক্রমে বিভিন্ন কর্মসুচী অনুষ্ঠিত হবে। এ সময় স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। Related posts:ঝিনাইগাতীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যুঝিনাইগাতীতে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিতঝিনাইগাতীতে ভূমিসেবা সপ্তাহ-২০২৪ উদ্বোধন Post Views: ১৭৩ SHARES শেরপুর বিষয়: