শেরপুরে জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২১

৩১ আগস্ট মঙ্গলবার বিকেলে শেরপুরে জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা ও দায়রা জজ আদালত ভবনের সম্মেলন কক্ষে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে ওই সভা অনুষ্ঠিত হয়।

জেলা লিগ্যাল এইড কমিটির চেয়্যারম্যান এবং জেলা ও দায়রা জজ মোহাম্মদ আল মামুনের সভাপতিত্বে মাসিক সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ, পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরী, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস এম হুমায়ুন কবীর, সিভিল সার্জন ডা. এ কে এম আনওয়ারুর রউফ, পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন প্রমুখ। সভা সঞ্চালনা করেন জেলা লিগ্যাল এইড কর্মকর্তা জুলফিকার হোসাইন রনি।
সভায় বক্তারা বলেন, লিগ্যাল এইডের মাধ্যমে জেলার হতদরিদ্র মানুষ বিনামূল্যে আইনি সেবা পাচ্ছেন। তাদের আইনগত সহায়তা নিশ্চিত করতে লিগ্যাল এইড কমিটির কার্যক্রম আরও বিস্তৃত করার উপর গুরুত্বারোপ করা হয়। ওইসময় জেলা লিগ্যাল এইডের কর্মকর্তাগণসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।