জন্মদিন উপলক্ষে আজ রাতে ভক্তদের গান উপহার দেবেন ইমরান অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৩:৫৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২১ সময়ের জনপ্রিয় গায়ক ও সংগীত পরিচালক ইমরান মাহমুদুল। এক যুগের ক্যারিয়ারে বেশ কিছু হিট গান উপহার দিয়েছেন তিনি। বিশেষ করে ইউটিউবে বাংলাদেশি শিল্পীদের মধ্যে সবচেয়ে বেশি কোটি ভিউয়ের মাইলফলক ছুঁয়েছে তার গান। আজ ৫ সেপ্টেম্বর এই গায়কের জন্মদিন। বিশেষ এই দিনে ভক্তদের জন্য বিশেষ উপহার নিয়ে আসছেন ইমরান। জন্মদিনের উপহার হিসেবে রাত ৮টায় তিনি প্রকাশ করবেন নিজের নতুন গান-ভিডিও ‘পরাণ বন্ধুরে’। এটি উন্মুক্ত করা হবে সিএমভির ইউটিউব চ্যানেলে। কবির বকুলের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান নিজেই। এতে মডেল হিসেবেও দেখা যাবে তাকে। সঙ্গে আছেন মডেল-অভিনেত্রী কেয়া পায়েল। ভিডিওটি পরিচালনায় সৈকত রেজা। ইমরান বলেন, ‘আজ আমার জন্মদিন। রাত ১২টার পর থেকে বন্ধু, ভক্ত-শ্রোতা এবং শুভাকাঙক্ষীদের শুভেচ্ছার জোয়ারে ভাসছি। সবার জন্য উপহার হিসেবে এই গানটি প্রকাশ করছি। এই গানটির ভিডিওতে নতুনত্ব রয়েছে। শ্রোতারা দেখলেই সেটা বুঝতে পারবেন।’ Related posts:আমি আপনাদেরই মেয়ে, আমাকে ভালোবাসবেন: রাজশাহীতে অপু বিশ্বাসডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন অভিনেত্রী ঊর্মিলাদর্শকদের ভালোবাসা জয় করেছে ‘অপারেশন সুন্দরবন’ : পুলিশের আইজিপি Post Views: ১৯৯ SHARES বিনোদন বিষয়: