শেরপুরে দক্ষতা উন্নয়ন কোর্সের প্রথম ব্যাচের প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র তুলে দিলেন পুলিশ সুপার

প্রকাশিত: ১১:২১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২১

বাংলাদেশ পুলিশের সকল সদস্যের পদমর্যাদা ভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচীর আওতায় শেরপুরে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের ব্যবস্থাপনায় ও জেলা পুলিশের সহযোগিতায় চলমান জেলা পুলিশের নায়েক ও কনস্টেবলদের দক্ষতা উন্নয়ন কোর্সের প্রথম ব্যাচের প্রশিক্ষণার্থীদের মূল্যায়ন পরীক্ষা শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র তুলে দিয়েছেন প্রধান অতিথি শেরপুরের পুলিশ সুপার মোঃ হাসান নাহিদ চৌধুরী। ১০ সেপ্টেম্বর পুলিশ লাইন্সে ওই সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সনদপত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট এসপি আব্দুল্লাহ আল মাহমুদ। ওইসময় পুলিশ পরিদর্শক (ইন-সার্ভিস) মোঃ আমিনুল ইসলাম, আরআই পুলিশ লাইন্স বিরাজ চন্দ্র সরকারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোঃ হাসান নাহিদ চৌধুরী সকলের উদ্দেশ্য দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এবং প্রশিক্ষিত ও সুশৃঙ্খল পুলিশ বাহিনীর সদস্য হিসেবে জনগণের সেবায় পেশাদারিত্বের সাথে দৈনন্দিন কর্মকান্ড চালিয়ে যাওয়ার আহ্বান জানান।