ফায়ারিং-এ শ্রেষ্ঠ রিক্রুট হওয়ায় নকলায় হাসিনা আক্তার বিথীকে সংবর্ধনা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:০৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২০ নকলা (শেরপুর) প্রতিনিধি : ফায়ারিং-এ শ্রেষ্ঠ রিক্রুট হাসিনা আক্তার বিথীকে সংবর্ধনা দিয়েছে নকলা উপজেলা প্রশাসন। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নতুন সৈনিকদের ৯৫তম ব্যাচ রিক্রুট মৌলিক প্রশিক্ষণে ফায়ারিং-এ শ্রেষ্ঠ রিক্রুট হওয়ার গৌবর অর্জন করায় শেরপুরের নকলা উপজেলার হুজুরীকান্দা গ্রামের আনিসুর রহমানের মেয়ে হাসিনা আক্তার বিথীকে ওই সংবর্ধনা দেয়া হয়। এ উপলক্ষে ১০ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অফিস কক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এক সংবর্ধনার আয়োজন করা হয়। নকলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার ও মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. ফরিদা ইয়াছমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুর রশিদ, সরকারি হাজী জালমামুদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আলতাব আলী, নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওমর ফারুক, ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ, বিথীর বাবা আনিসুর রহমান, মা মোছা. মনোয়ারা বেগম ও বড় ভাই আজিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। Related posts:শেরপুরে সরকারি শিশু পরিবারের সাথে জেলা প্রশাসনের ইফতার মাহফিলশেরপুরে দক্ষতা উন্নয়ন কোর্সের প্রথম ব্যাচের প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র তুলে দিলেন পুলিশ সুপারনকলায় বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস পালিত Post Views: ১৯৫ SHARES শেরপুর বিষয়: